রহমত নিউজ 15 March, 2025 12:19 PM
আছিয়া হত্যার বিচার ও ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কামরাঙ্গীরচরবাসী।
শুক্রবার (১৪ মার্চ) বাদ জুম’আ বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দিনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বিক্ষুব্ধ জনতা স্লেগান দেয়, আছিয়া হত্যাকারীদের ফাঁসি চাই, ধর্ষণ বন্ধে কুরআনের আইন চাই, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে মুফতী সুলতান মহিউদ্দিন বলেন, বাংলাদেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। এই পরিস্থিতি মোকাবেলায় পবিত্র কোরআনে ধর্ষণের শাস্তির যে আইন রয়েছে তা অতি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।
তিনি বলেন, অপরাধীদের উপর শাস্তি প্রয়োগ না হওয়ার কারণে ধর্ষণ বন্ধ হচ্ছে না। ধর্ষণের শাস্তি দ্রুততম সময়ে বাস্তবায়িত হলে অপরাধীদের মধ্যে আতঙ্ক ও ভয় সৃষ্টি হবে, যা অপরাধীদের তৎক্ষণাৎ প্রতিরোধ করতে সহায়তা করবে।
এসময় তিনি আছিয়া হত্যার দ্রুত বিচার ও ধর্ষণকারীদের ফাঁসির দাবি জানান।