রহমত নিউজ 15 March, 2025 03:27 PM
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীকে দেখতে হাসপাতালে গিয়েছেন জামায়েতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর একটি হাসপাতালে আমীরে শরিয়তকে দেখতে যান বাংলাদেশ জামায়েতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান। এসময় তার সাথে ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমসহ অনেকেই।
ডা. শফিকুর রহমান আমীরে শরিয়তের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার রোগমুক্তির জন্য দোয়া করেন।
উল্লেখ্য; দীর্ঘদিন ধরে অসুস্থ বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী। তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।