| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল সত্যের অনুসারীরা কম হলেও শক্তিশালী: মাওলানা মামুনুল হক


সত্যের অনুসারীরা কম হলেও শক্তিশালী: মাওলানা মামুনুল হক


রহমত নিউজ     19 January, 2025     08:32 PM    


বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, সত্যের অনুসারীরা কম হলেও শক্তিশালী, মিথ্যার অনুসারীরা সংখ্যায় বেশি হলেও দুর্বল। আমরা যদি সংঘবদ্ধভাবে আল্লাহর রুজ্জুকে ধারণ করে সামনের দিকে অগ্রসর হই তাহলে কোনো চাঁদাবাজ, মাস্তান শ্রেণি, টেন্ডারবাজ-দখলদার শ্রেণি বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।

রোববার (১৯ জানুয়ারি) সকালে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইটা ইসলামিয়া মাদরাসার উদ্যোগে ইটা চা-বাগান ঈদগাহ ময়দানে ১৪তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, বাংলাদেশে একটা রাজনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে। যারা রাজনীতির চর্চা করে, সংগঠন করে, নেতৃত্ব দেয় তাদের অবস্থা হলো, পাঁচ-দশ-পনেরো বছর ইনভেস্ট করো, ক্ষমতায় আসতে পারবে। সব ইনভেস্ট সুদে আসলে উশুল করে নিবে। যারা রাজনীতি করে তাদের সকলের ইচ্ছা থাকে পার্টি ক্ষমতায় গেলে সব উশুল করে নিবো।

মহাসম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সদস্য মাও. শেখ ফরিদ আহমদ খান, কেন্দ্রীয় সদস্য মাও. জালাল উদ্দীন আহমদ, সিলেট মহানগর সভাপতি গাজী রহমতুলস্নাহ, মৌলভীবাজার জেলা সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসেমি, সাধারণ সম্পাদক মাও. মুফতি হেলালুর রহমান হেলাল, বড়লেখা উপজেলা সভাপতি মাও. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, মুন্সিবাজার ইউপি সভাপতি মাও. মুহিউদ্দিন, সাধারণ সম্পাদক মাও. আব্দুল জব্বার, রাজনগর সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান রাহেল হোসেন প্রমুখ।