রহমত নিউজ 17 January, 2025 06:11 PM
রাজধানীর হাজারীবাগ বাজারে আগুন লাগা সেই ভবনে দাহ্য পদার্থ ছিলো বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) লে. কর্নেল মো. তাজুল ইসলাম। এছাড়া, ভবনটিতে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিলো না বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৭ জানুয়ারি) আগুন নিয়ন্ত্রণে আনার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এসময় তাজুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে প্রায় তিন ঘণ্টা। পানির সংকট, ভেতরে দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড় ও সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো যায়নি।
তিনি আরও জানান, প্লাস্টিক, লেদারস দাহ্য বস্তুর কারখানা ছিল ভবনটিতে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ভবনে ফায়ার সেফটি প্ল্যান ছিল না জানিয়ে এ কর্মকর্তা বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছিল। আগুন ভবনের ৫, ৬ ও ৭ তলায় ছড়িয়ে পড়েছিল।