রহমত নিউজ 17 January, 2025 05:21 PM
হাজারীবাগ বাজারের একটি ট্যানারি গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার
তিনি জানান, হাজারীবাগের ট্যানারী কাঁচাবাজার এলাকার ৭ তলা ভবনের চতুর্থ তলায় লেদারের গোডাউনে আগুন লেগেছে। এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। এছাড়া আরও ২ ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।