শেখ আশরাফুল ইসলাম 15 January, 2025 05:32 PM
রাজধানী ঢাকার সবচেয়ে আধুনিক ও জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল। মেট্রোরেলের নিচের রাস্তায় বের হলেই শুধু চোখে পড়ে বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের বড় বড় ব্যানার, পোস্টার, বিজ্ঞাপন। রাজনৈতিক নেতাদের পোস্টার, ব্যানার, দেয়াললিখন, ফেস্টুন ও প্ল্যাকার্ডের ছড়াছড়ি মেট্রেরোলের পিলারগুলোতে।
বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিল, প্রেসক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলকা ঘুরে এসব চিত্র দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পিলারের গায়ে প্রচার-প্রচারণার পোস্টারের পাশাপাশি লাগানো হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনও। বায়তুল মোকাররম মসজিদের সামনে মেট্রোরেলের পিলারে লাগানো হয়েছে বেশ কয়েকটি কোচিং সেন্টারের বিজ্ঞাপন। আরও আছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি চলার বিজ্ঞাপন। ড্রাইভার আবশ্যক, কোচিং সেন্টারে ভর্তি চলার বিজ্ঞাপন। সেই সাথে রয়েছে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তির বিজ্ঞাপনও।
আরও দেখা যায়, পিলারে বিভিন্ন পার্টির পোস্টার লাগিয়েছে দলের নেতারা। প্রেসক্লাব থেকে শাহবাগ পর্যন্ত পিলারগুলোতে সবচেয়ে বেশি চোখে পড়েছে রাজনৈতিক সংগঠনগুলোর নানা কর্মসূচির পোস্টার।
এমন রঙ-বেরঙের পোস্টার সাঁটানোর ফলে মেট্রোরেলের বাহ্যিক সৌন্দর্য মলিন হয়ে যাচ্ছে। দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন ২০১২ অনুযায়ি মেট্রোরেলের স্থাপনায় দেয়াল লিখন ও পোস্টার লাগানো দণ্ডনিয় অপরাধ। ঢাকা উত্তর সিটি করপোরেশন ২০২৩ সালে সংবাদপত্রে গণবিজ্ঞপ্তি দিয়ে সতর্কও করেছিল। তবুও নিয়ন্ত্রণ সম্ভব হয়নি পোস্টার সাঁটানো।