| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী তীব্র গ্যাস সংকট; ভোগান্তিতে রাজধানীবাসী 


তীব্র গ্যাস সংকট; ভোগান্তিতে রাজধানীবাসী 


রহমত নিউজ     14 January, 2025     03:07 PM    


রাজধানীর বেশিরভাগ এলাকায় প্রায়ই থাকছে না গ্যাস। রান্নায় ভোগান্তি পোহাচ্ছে বাসা-বাড়ির মানুষ। জ্বলছে না চুলা, বন্ধ রান্নাবান্না। বাধ্য হয়ে বাইরের খাবার খেতে হচ্ছে ঘরের ছোট-বয়োবৃদ্ধদের। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর কয়েক এলাকায় ঘুরে জানা যায় এই তীব্র গ্যাস সংকট ও ভোগান্তির কথা।

যাত্রাবাড়ী এলাকার এক গৃহিনী সীমা রাজবংশী বলেন, আমাদের এলাকায় শীতের শুরু থেকেই গ্যাস থাকছে না। এতোদিন মাঝরাতে কিছুটা গ্যাস এলেও কয়েকদিন যাবত চুলাই জ্বলছে না। এ কারণে অতিরিক্ত সিলিন্ডার কিনে রেখেছি। গ্যাস না থাকলেই সেটা ব্যবহার করতে হচ্ছে।

বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন রহিম, থাকেন কল্যাণপুর এলাকায়। তিনি বলেন, প্রায়ই গ্যাস থাকছে না। হোটেল থেকে কিনে খাওয়া লাগছে।

খিলগাঁও এলাকায় দেখা যায় একই চিত্র। বাসা-বাড়িতে গৃহকর্মীর কাজ করেন ফাতেমা বেগম। তিনি বলেন, সকাল থেকে বাসা-বাড়িতে কাজ করি। ভোর রাতেই স্বামী-সন্তানের জন্য সারাদিনের খাবার প্রস্তুত করতে হয়। সারাদিন চুলাই জ্বলে না। কোনোদিন রান্না করতে না পারলে বাইরে থেকে খাবার কিনে আনা ছাড়া আর উপায় থাকে না। টানাটানির সংসারে এটা রীতিমতো বাড়তি এক বিড়ম্বনা।

শীতকালে গ্যাসের চাপ একটু কম থাকে উল্লেখ করে সংশ্লিষ্টরা বলেন, দ্রুতই এই সমস্যার সমাধান হবে। এ ছাড়া সম্প্রতি এলএনজি টার্মিনাল মেরামতের কারণে গ্যাস সরবরাহ কমে যায়। সে কারণে সংকট তৈরি হয়।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদন না বাড়ালে ভবিষ্যতে গ্যাস সংকট আরও বাড়ার আশঙ্কা রয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা