| |
               

মূল পাতা জাতীয় সচিবালয়ে প্রবেশে ইস্যু হবে আলাদা প্রেস কার্ড


সচিবালয়ে প্রবেশে ইস্যু হবে আলাদা প্রেস কার্ড


রহমত নিউজ     29 December, 2024     12:57 PM    


অন্তবর্তীকালীন সরকার সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে আলাদা প্রেস কার্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কার্ড ইস্যু করবে। অতি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা হওয়ায় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে এ সিদ্ধান্ত। সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে শনিবার (২৮ ডিসেম্বর) এই সিদ্ধান্ত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের পর পুরো নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ওই বৈঠকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের বিষয়ে সাধারণ নাগরিক ছাড়াও বিপুলসংখ্যক প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডধারীর বিষয়টি নজরে আসে। 

দেখা যায়, গত ১৫ বছরে পাঁচ হাজারের মতো ব্যক্তিকে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে। যারা সচিবালয়ে পেশাগত কাজে প্রবেশের বিষয়ে সন্দেহ তৈরি হয়।

এরপর দর্শনার্থী প্রবেশে বিধি-নিষেধ আরোপ করা হয়। এমনকি অ্যাক্রিডিটেশন কার্ড নিয়েও প্রবেশের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়।
অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে প্রধান করে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে সরকার। কমিটিতে সেনাবাহিনী, গণপূর্ত, পুলিশের বিশেষজ্ঞদের রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার আগামীতে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে নীতিমালা করবে। নীতিমালা অনুযায়ী যারা সংবাদ সংগ্রহের জন্য সচিবালয়ে যাবেন তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যু করা প্রেসকার্ড নিতে হবে। তথ্য মন্ত্রণালয় কর্মরত সাংবাদিকদের তালিকা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেবে। তবে এর আগ পর্যন্ত সাময়িক বিধি-নিষেধ বহাল থাকবে।