| |
               

মূল পাতা জাতীয় আগামী নির্বাচনে জনগণ দিনের আলোতে প্রার্থী নির্বাচিত করতে পারবে : ধর্ম উপদেষ্টা


আগামী নির্বাচনে জনগণ দিনের আলোতে প্রার্থী নির্বাচিত করতে পারবে : ধর্ম উপদেষ্টা


রহমত নিউজ     28 December, 2024     05:08 PM    


ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাতের অন্ধকারে নয়, আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ দিনের আলোতে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে। আগামী বছরের শেষদিকে কিংবা ২০২৬ সালের জানুয়ারিতে নির্বাচন দিয়ে অন্তবর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করবে।

শনিবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রামের সাতকানিয়া মাদার্সা যুব উন্নয়ন পরিষদের উদ্যগে আবু হুরাইরা মাদ্রাসা মাঠে গরিব অসহায় এক হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এইসময় তিনি আরও বলেন, নানামুখী আন্দোলন-সংগ্রাম ও নাশকতার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাজকে বাধাগ্রস্ত করা হচ্ছে। দেশ পুনর্গঠনে ও সংস্কারে সবাইকে ঐকবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। 

মাদার্সা যুব উন্নয়ন পরিষদের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে চট্রগ্রাম মহানগর জামায়াতের আমির আলহাজ শাহজাহান চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।