| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় খেলাফত আন্দোলনের উদ্বেগ


সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় খেলাফত আন্দোলনের উদ্বেগ


রহমত নিউজ     26 December, 2024     09:19 PM    


বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী প্রশাসনের মূল কেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এ অগ্নিকান্ডের কারণে কয়েকটি মন্ত্রণালয়ের সব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পুড়িয়ে বিপুল ক্ষয়-ক্ষতি সাধন অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে। সেখানে ২৪ ঘণ্টা সার্বিক নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে তা দেশবাসীর বোধগম্য নয়।

তিনি আরো বলেন, গভীর রাত্রের এ অগ্নিকাণ্ড যে পরিকল্পিত অগ্নিকান্ড তাতে কোনো সন্দেহ নেই। দুর্ঘটনা হলে কোনো একটি নির্দিষ্ট জায়গায় আগুন লাগবে, এভাবে জায়গায় জায়গায় একসাথে আগুন লাগতে পারে না। এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার সাথে জড়িতদের তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।

তিনি দেশ, সম্পদ ও মানুষের জানমাল হেফাজতে আরো সোচ্চার ভূমিকা রাখা এবং সতর্ক থাকার জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।