| |
               

মূল পাতা জাতীয় সাদপন্থীদের নেতা মুয়াজ বিন নূর গ্রেপ্তার


সাদপন্থীদের নেতা মুয়াজ বিন নূর গ্রেপ্তার


রহমত নিউজ     20 December, 2024     09:08 AM    


রাতের আঁধারে গাজীপুরের টঙ্গী ইজতেমার ময়দানে মুসল্লীদের উপর হামলাকারী সাদপন্থীদের নেতা মুয়াজ বিন নূরকে খিলক্ষেতের একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ হাবিব ইস্কান্দার এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি হাবিব ইস্কান্দার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবায়েরের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানায় এ মামলাটি করেন। মামলা দায়েরের পরপরই মোয়াজ বিন নূরকে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোষ্টে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের দাওয়াতে তাবলীগের শীর্ষ মুরুব্বী মাওলানা যুবায়েরের ছেলে মাওলানা হানজালা। ফেসবুক পোস্টে মাওলানা হানজালা লিখেন, সাদপন্থী সন্ত্রাসী মুয়াজ বিন নূরকে খিলক্ষেতের একটি বাসাতে আত্মগোপন করে থাকা অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ।