| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত হাইকোর্টে আগাম জামিন পেলেন আইনজীবী জেড আই খান পান্না


সংগৃহীত

হাইকোর্টে আগাম জামিন পেলেন আইনজীবী জেড আই খান পান্না


রহমত নিউজ     21 October, 2024     11:34 AM    


রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় আগাম জামিন পেলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের চেয়ারপার্সন জেড আই খান পান্না। পুলিশ রিপোর্ট দাখিল হওয়া পর্যন্ত এ মামলায় জামিনে থাকার সুযোগ পেলেন তিনি।

সোমবার (২১ অক্টোবর) হাইকোর্টের একটি দ্বেত বেঞ্চ এ জামিন আদেশ দেন।  জামিন পেয়ে গনমাধ্যমকে জেড আই খান পান্না বলেন, ‘জামিন পেয়েছি তবে মুখ ও বিবেক বন্ধ হবে না।’

এর আগে ছাত্র জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলামকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে পান্নার বিরুদ্ধে মামলা হয়। 

মামলা সূত্রে জানা যায়, এই হত্যা চেষ্টা মামলায় পান্নাসহ ১৮০ জনকে আসামি করে খিলগাঁও থানায় মামলাটি করা হয়। গত ১৭ অক্টোবর মামলাটি করেন আহাদুলের বাবা মো. বাকের (৫২)।

মামলায় বিজিবির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীকেও আসামি করা হয়েছে।