| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আবারও হাসপাতালে মাহাথির মুহাম্মাদ


আবারও হাসপাতালে মাহাথির মুহাম্মাদ


মুসলিম বিশ্ব ডেস্ক     16 October, 2024     10:54 PM    


মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদকে শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার  (১৬ অক্টোবর) তার সহকারী সুফি ইউসুফ এএফপিকে এ তথ্য জানিয়েছেন।  

সুফি ইউসুফ বলেন, হাসপাতালের দেওয়া তথ্যানুযায়ী, তার সমস্যাটি হলো ‘লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন’ বা নিম্ন শ্বাসনালীর সংক্রমণ।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী আগামী কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন।

চলতি বছর এর আগে তিনি প্রায় তিন মাস হাসপাতালে কাটিয়েছেন। গত কয়েক বছরে তিনি একাধিকবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং তার হার্টের বাইপাস সার্জারি করাতে হয়েছে।  
মাহাথির মোহাম্মদকে বিশ্বের সবচেয়ে বয়স্ক রাজনৈতিক নেতা বলা হয়। তিনি দুইবার দেশের নেতৃত্বে ছিলেন।

উল্লেখ্য; ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রথমবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০১৮ সালে ৯২ বছর বয়সে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। সেবার তিনি ২০২০ পর্যন্ত পদে ছিলেন।