| |
               

মূল পাতা আন্তর্জাতিক মুসলমানদের শোচনীয় অবস্থার জন্য পারস্পরিক দ্বন্দ্ব দায়ী : ড. জাকির নায়েক


মুসলমানদের শোচনীয় অবস্থার জন্য পারস্পরিক দ্বন্দ্ব দায়ী : ড. জাকির নায়েক


রহমত নিউজ     13 October, 2024     07:37 PM    


মুসলমানদের শোচনীয় অবস্থার জন্য পারস্পরিক দ্বন্দ্বকে দায়ী করেছেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার ড. জাকির নায়েক।

তিনি বলেন, বর্তমানে আমাদের মাঝে ভেদাভেদ না থাকলে আমরা বিশ্বের সবথেকে বড় পরাশক্তি হতে পারতাম। মুসলমানদের বর্তমানে যেই পরিস্থিতি তা নিজেদের মধ্যে অনৈক্য ও দ্বন্দ্বের কারণে।

পাকিস্তানের লাহোরের ঐতিহাসিক বাদশাহী মসজিদে এক কনফারেন্সে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। 

এ সময় তিনি মুসলমানদের আল্লাহর পথ অবলম্বন করে বিভেদ থেকে বিরত থাকার আহ্বান জানান এবং বলেন, পবিত্র কুরআনে মানুষকে শান্তিতে বসবাসের পদ্ধতি শিক্ষা দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিশ্বে মুসলমানের সংখ্যা দু্ই বিলিয়নেরও বেশি। এরপরও ফিলিস্তিনিদের সবার সামনে হত্যা করা হচ্ছে। আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস রাখলে আমরাই বিশ্বের পরাশক্তি হতে পারবো।

২০১৬ সালে জাকির নায়েকের বিরুদ্ধে এফআইআর জারি ও তার ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ করে ভারত সরকার। এরপর ভারত থেকে মালয়েশিয়ায় চলে যান তিনি। ওই সময়ের পর থেকেই জাকির নায়েককে ফিরিয়ে আনার চেষ্টা করছে দক্ষিণ এশিয়ার দেশটি।

সূত্র : জিও নিউজ