| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী ৪ হাজার ১১৪ আনসার সদস্যের বিরুদ্ধে মামলা


৪ হাজার ১১৪ আনসার সদস্যের বিরুদ্ধে মামলা


রহমত নিউজ     26 August, 2024     05:53 PM    


পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় ৪ হাজার ১১৪ আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ সোমবার (২৬ আগস্ট) পল্টন থানার উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন ভূঁইয়া বাদী হয়ে মামলা করেছেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মুহাম্মাদ খালিদ হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মোল্লা মুহাম্মাদ খালিদ হোসেন বলেন, ১১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪ হাজার জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। এর মধ্যে ৯৫ জন আনসার গ্রেপ্তার আছেন।

গতকাল রবিবার (২৫ আগস্ট) রাত ৯টা পর্যন্ত সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে সাধারণ আনসার সদস্যরা। পরে সমন্বয়কদের আহ্বানে সচিবালয়ে তাদের উদ্ধারে আসে শিক্ষার্থীরা।

এ সময় সচিবালয়ের ২ ও ৩ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের ওপর আনসার সদস্যরা হামলা করে। পরে সচিবালয় এলাকার চারদিক থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঘিরে ফেলে। অতিরিক্ত পুলিশ সদস্য, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। শিক্ষার্থীরা এ সময় অধিকাংশ আনসার সদস্যকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন। 

তবে পালানোর সময় বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে হামলা ও মারধর শিকার হন আনসার সদস্যরা। এসময় পুলিশ হেফাজতে নেওয়া হয় তিন শতাধিক আনসার সদস্যকে।

তাদের শাহবাগ, রমনা, পল্টন ও মতিঝিলসহ আশপাশের থানায় নিয়ে যাওয়া হয়। রাত আড়াইটা পর্যন্ত সচিবালয় গেট থেকে আটক আনসার সদস্যদের পুলিশের প্রিজনভ্যানে করে বিভিন্ন থানায় নেওয়া হয়।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা