| |
               

মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ দেশবাসীর কাছে বিচার চাইলেন শেখ হাসিনা, ১৫ আগস্ট পালনের আহ্বান


দেশবাসীর কাছে বিচার চাইলেন শেখ হাসিনা, ১৫ আগস্ট পালনের আহ্বান


রহমত নিউজ     14 August, 2024     10:38 AM    


যথাযথ মর্যাদার সঙ্গে ভাবগম্ভীর পরিবেশে আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী (জাতীয় শোক দিবস) পালন করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তিনি বঙ্গবন্ধু ভবনে পুষ্পমাল্য অর্পণের আহ্বান জানান।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানা গেছে। জয় জানিয়েছেন, এটি তার মায়ের স্টেটমেন্ট (বক্তব্য)।

এদিকে ১৫ আগস্ট সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার সন্ধ্যায় উপদেষ্টামণ্ডলীর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। পরে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

শেখ হাসিনা তার বার্তায় জানিয়েছেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে  নির্মমভাবে হত্যা করে। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাই। একই সঙ্গে আমার মা বেগম ফজিলাতুন্নেছা, ভাই শেখ জামাল, শেখ কামাল, সুলতানা কামাল, রোজী জামাল, ১০ বছরের শিশু রাসেলসহ যারা সেদিন নিহত হয়েছেন সবার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। একই সঙ্গে তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন।