| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত দেশের অন্য নাগরিকদের মতোই ইউনূসের বিচার হচ্ছে, ইইউকে আইনমন্ত্রী


দেশের অন্য নাগরিকদের মতোই ইউনূসের বিচার হচ্ছে, ইইউকে আইনমন্ত্রী


রহমত নিউজ     12 June, 2024     02:43 PM    


ড. মুহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ (১২ জুন) বুধবার সকালে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকে তারা এ বিষয়ে জানতে চান।

পরে আইনমন্ত্রী তাদের জানান, দেশের অন্য নাগরিকদের মতোই তার বিচার হচ্ছে। আইনমন্ত্রী বলেন, ড. ইউনুস যেসব কথা প্রচার করছেন তা মিথ্যা। দেশের মানুষের জন্য অপমানজনক। এ কথা ইউরোপীয় ইউনিয়নকেও জানানো হয়েছে।  

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম অধিকার লঙ্ঘনের অভিযোগ করেছিলেন ১০৮ জন শ্রমিক, এ কথা ইইউকে জানিয়ে আইনমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে প্রচলিত আইনে দুর্নীতি ও কর ফাঁকির মামলা চলছে।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে শ্রম আইন, নির্বাচন কমিশন আইন, সাইবার নিরাপত্তা আইন, আটিফিসিয়াল ইন্টেলিজেন্স আইন ও রোহিঙ্গাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।