| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত জোর করে হাটে গরু নামাতে বাধ্য করলেই ব্যবস্থা : ডিএমপি


জোর করে হাটে গরু নামাতে বাধ্য করলেই ব্যবস্থা : ডিএমপি


রহমত নিউজ     12 June, 2024     02:42 PM    


ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান বলেছেন, জোর করে হাটে কোরবানির পশু নামাতে বাধ্য করা হচ্ছে, এমন অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। এটি নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ  নিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বুধবার (১২ জুন) সকালে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এমনটি জানান তিনি৷

এসময় ঈদে ফিটনেসবিহীন বাস না চালানো, টার্মিনালের বাইরে সড়কে বাস থামিয়ে যাত্রী না তোলা, চার্টের বাইরে ভাড়া না নেয়ে, মোটরসাইকেলের গতি ও হেলমেট পরিধান নিশ্চিত করা, পিকআপ ও ট্রাকে যাত্রী বহন না করার পরামর্শও দেন মুনিবুর রহমান৷

পাশাপাশি লঞ্চ সেবা ভোগান্তিমুক্ত করতে ডিএমপি সতর্ক থাকবে বলেও জানান  তিনি। পশুর হাটে নির্ধারিত জায়গা ছাড়া গাড়িতে লোড আনলোড না করার আহবানও জানান মুনিবুর রহমান। এর ব্যত্যয় ঘটলে আইনি ব্যবস্থার হুশিয়ারিও দেন ডিএমপির অতিরিক্ত কমিশনার৷