| |
               

মূল পাতা আন্তর্জাতিক সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে ‘এমভি আবদুল্লাহ’


সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে ‘এমভি আবদুল্লাহ’


আন্তর্জাতিক ডেস্ক     21 April, 2024     12:16 PM    


মুক্তিপণ দিয়ে সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্ত জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় এসে পৌঁছেছে। শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যার পর জাহাজটি দেশটির জলসীমায় প্রবেশ করে।

রোববার (২১ এপ্রিল) বিকেল ৪টা নাগাদ ফুজাইরা উপকূল এবং হরমুজ প্রণালি হয়ে আমিরাতের আল–হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির।

এ বিষয়ে, কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম জানান, রোববার বিকালে আল–হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর পরের দিন সোমবার কয়লা খালাসের জন্য জাহাজটিকে জেটিতে ভীড়ানো হবে। সেখান থেকে দুই জন নাবিক বিমানে করে দেশে ফিরবেন। বাকি ২১ জন নাবিক ‘এমভি আবদুল্লাহ’ জাহাজযোগে দেশে ফিরবেন। সেক্ষেত্রে তাদের সময় লাগবে ২৫-২৬ দিন।

উল্লেখ্য, গত ১২ মার্চ মোজাম্বিক থেকে আরব আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরে ২৩ নাবিকসহ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে ‘এমভি আবদুল্লাহ’। প্রায় ৩২ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে ১৩ এপ্রিল ছাড়া পায় কেএসআরএম গ্রুপের জাহাজটি।