| |
               

মূল পাতা জাতীয় একদিন আগেই কানায় কানায় পরিপূর্ণ ইজতেমা ময়দান


চিত্রগ্রহণ: মোবারক হোসেন শুভ

একদিন আগেই কানায় কানায় পরিপূর্ণ ইজতেমা ময়দান


রহমত নিউজ     01 February, 2024     03:48 PM    


টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল শুরু হচ্ছে ৫৭ তম বিশ্ব ইজতেমা। এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসল্লিদের সুরক্ষায় নেয়া হয়েছে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নির্ধারিত খিত্তায় জায়গায় না পেয়ে ফুটপাতে অবস্থান নিয়েছেন ধর্মপ্রাণ মুসুল্লীরা।

শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হবে তাবলীগ জামাতের বৃহত্তম আসর ৫৭ তম বিশ্ব ইজতেমা। 

সরেজমিনে দেখা গেছে, ইজতেমায় অংশ নিতে বুধবার (৩১ জানুয়ারি) থেকেই বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে চড়ে মুসল্লিরা আসতে শুরু করেন। এরইমধ্যে ইজতেমার মাঠে মুসল্লিদের ঢল দেখা গেছে। তারা নিজ নিজ জেলার খিত্তায় অবস্থান নিয়েছেন। মূল মাঠে জায়গা না পেয়ে কেউ কেউ সড়কে অবস্থান নিয়েছেন। আনুষ্ঠানিকতা শুরুর একদিন আগেই সারাদেশের বিপুল সংখ্যক মুসুল্লীদের আগমনে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে ইজতেমা ময়দান ।

এদিকে মুসল্লিদের সুযোগ সুবিধায় পানি, বিদ্যুৎ, গ্যাস, টয়লেট ও পয়ঃনিষ্কাশনসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে মুসল্লিদের জন্য বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

মুসল্লিরা জানান, দেশ-বিদেশের মুসল্লির পদচারণায় মুখরিত হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ নদের তীর। মহান আল্লাহকে রাজি-খুশি করার পদ্ধতি শিখে যেনো পরকালে শান্তি পেতে পারেন এ নিয়তে ইজতেমায় এসেছেন তারা ।