| |
               

মূল পাতা আন্তর্জাতিক স্বশাসন কর্তৃপক্ষকে গাজাবাসী কোনোভাবেই মেনে নেবে না: হামাস


স্বশাসন কর্তৃপক্ষকে গাজাবাসী কোনোভাবেই মেনে নেবে না: হামাস


রহমত নিউজ     14 December, 2023     08:19 AM    


ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে: "হামাসের পরে" বলে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। গাজা পরিচালনার জন্য আমরা ইসরাইলি ট্যাংক নিয়ে আসা স্বশাসন কর্তৃপক্ষকে কোনোভাবেই মেনে নেবো না।

হামাসকে নির্মূল করার ইহুদিবাদী ইসরাইলি নেতাদের দিবাস্বপ্ন ও ভুয়া দাবির জবাবে প্রতিরোধ আন্দোলনের নেতা মুহাম্মাদ নিজাল ওই মন্তব্য করেন। হামাসের রাজনৈতিক দফতরের এই নেতা দৃঢ়তার সঙ্গে বলেন: আমরাই গাজা উপত্যকা পরিচালনা করবো।

বার্তা সংস্থা সামা আজ এক প্রতিবেদনে জানিয়েছে, নিজাল বলেছেন 'হামাসের পর' নামে অর্থাৎ 'যুদ্ধের-পর' বলে কিছু হবে না, এই প্রতিরোধ আন্দোলন নির্মূল হবে না।

হামাস ফিলিস্তিনের অপরাপর শক্তির সঙ্গে সমঝোতার ভিত্তিতে গাজা পরিচালনা করবে। তিনি বলেন: যুদ্ধ-পরবর্তীকালে আমরা গাজা পরিচালনার বিষয়ে ভোটের আয়োজন করতে পারি কিংবা ফিলিস্তিনের সকল শক্তিকে সঙ্গে নিয়ে গাজা পরিচালনা করতে পারি।

-পার্সটুডে/