| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল কারাগার থেকে মুক্তি পেলেন মুফতী মুনির কাসেমী


কারাগার থেকে মুক্তি পেলেন মুফতী মুনির কাসেমী


রহমত নিউজ     24 November, 2023     06:17 PM    


কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব  মুফতী মুনির হুসাইন কাসেমী।  আজ (২৪ নভেম্বের) শুক্রবার বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি থেকে দীর্ঘ কারাভোগের পর মুক্তি পান তিনি।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া রহমত নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২১ সালের (২১ মে) শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার হন মুফতী মুনির হুসাইন কাসেমী। ২০১৩ সালে শাপলা চত্বরের মামলা, ২০২০ সালের মামলা ও নারায়ণগঞ্জে মামলা সহ বিভিন্ন  অভিযোগে গ্রেফতার করা হয় তাকে।

উল্লেখ্য, মুফতী মুনির কাসেমী জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের  বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় অর্থসম্পাদক ছিলেন। এছাড়া  সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের মনোনয়ন পেয়ে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন তিনি।