| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ৮ দফা দাবি আদায়ে মহাসমাবেশ সফল করুন : মাওলানা আজাদ


৮ দফা দাবি আদায়ে মহাসমাবেশ সফল করুন : মাওলানা আজাদ


রহমত নিউজ     12 October, 2023     02:41 PM    


খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ বলেছেন, জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে দেশের সব সেক্টরে সংকট ততই ঘণিভূত হচ্ছে। অর্থ পাচার, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে প্রতিদিনই বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। অর্থনীতি, সামাজিক সূচক, বাক স্বাধীনতা সহ সর্বক্ষেত্রে আজ মান নিম্নমুখী। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে। সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। মানুষ বাঁচতে চায়। বাক স্বাধীনতা, ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা, জীবনের নিরাপত্তা চায়। এই মুহূর্তে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংকট আপাত সমাধান সম্ভব। সংকট নিরসনে খেলাফত মজলিসের ৮দফা দাবি মেনে নিতে হবে। আগামী ১৪ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য খেলাফত মজলিসের মহসমাবেশ সর্বাত্মক সফল করতে হবে। আমরা মহান আল্লাহর সাহায্য কামনা করছি। নির্বিঘ্নে সভা-সমাবেশ করা জনগণের সাংবিধানিক অধিকার। খেলাফত মজলিসের মহাসমাবেশ সফলে প্রশাসনের সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল কর্মকর্তার সহযোগীতা কামনা করছি।

বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর পুরানা পল্টন্সথ কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাপ্তাহিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সভায় আগামী ১৪ অক্টোবর শনিবার সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফলে সর্বশেষ প্রস্তুতি পর্যালোচনা করা হয়।

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় ক্ত সাপ্তাহিক নির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড: মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, বায়তুলমাল সম্পাদক আলহাজ্ব আবু সালেহীন, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কৃষি বিষয়ক সম্পাদক ড: আবু মুসায়্যিব, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, ডা. আসাদুল্লাহ, সহ-প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক জিল্লুর রহমান, সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, অধ্যাপক মাওলানা আজিজুল হক, হাজী নুর হোসেন, মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, আবুল হোসাইন, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক প্রমুখ।