| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ২ বাংলাদেশি


বা থেকে মো. মুশফিকুর রহমান ও ফয়সাল আহমেদ

সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ২ বাংলাদেশি


রহমত নিউজ     27 August, 2023     07:09 PM    


সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণে শুরু হয়েছে ৪৩তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত। এই প্রতিযোগিতায় বিশ্বের ১১৭টি দেশের ১৬৬ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন দুইজন।

বাংলাদেশ থেকে অংশ নেওয়া দুই প্রতিযোগী হলেন মো. মুশফিকুর রহমান ও ফয়সাল আহমেদ।

মো.মুশফিকুর রহমান কক্সবাজারের মা’হাদ আন-নিবরাসে কোরআন হিফজ সম্পন্ন করেছেন। তিনি ১৫ পারা ক্যাটাগরিতে অংশ নেবে। অপরজনের নাম ফয়সাল আহমেদ। সে রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসায় পড়াশোনা করেছে। তার বাড়ি ব্রাক্ষণবাড়িয়া। সে কোরআন হিফজ ক্যাটাগরিতে অংশ নেবে। মক্কায় তাদের অভিভাবক হিসেবে সঙ্গে রয়েছেন মোহাম্মদ নুরুল হাকিম ও হাফেজ মো. নেসার আহমেদ।