| |
               

মূল পাতা জাতীয় দরিদ্র সবচেয়ে বেশি বরিশালে বিভাগে, কম চট্টগ্রামে : বিবিএস


দরিদ্র সবচেয়ে বেশি বরিশালে বিভাগে, কম চট্টগ্রামে : বিবিএস


রহমত নিউজ ডেস্ক     27 June, 2023     10:03 AM    


দারিদ্র্যের হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগে। গ্রামীণ বা নগর দরিদ্র কোনো বিবেচনাতেই বরিশালের অবস্থান ভালো নয়। এ বিভাগে মোট জনসংখ্যার ২৬ দশমিক ৯ শতাংশই দরিদ্র, যা জাতীয় হারের অনেক বেশি। জাতীয় পর্যায়ে পর্যায়ে দারিদ্রের হার ১৮ দশমিক ৭ শতাংশ।  অন্যদিকে, দারিদ্র্যের হার সব চেয়ে কম চট্টগ্রাম বিভাগে। এ বিভাগের ১৫ দশমিক ৮ শতাংশ মানুষ দরিদ্র। অতিদারিদ্র্যের হিসাবে ঢাকার অবস্থান সবচেয়ে ভালো। মাত্র ২ দশমিক ৮ শতাংশ অতিদরিদ্রের বাস এ বিভাগে।  গ্রামীণ অতিদরিদ্র্যও ঢাকায় সবচেয়ে কম, মাত্র ১ দশমিক ৯ শতাংশ। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপ ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মৌলিক চাহিদা পূরণ করার মতো আয় যারা করতে পারে না, তারা দরিদ্র হিসেবে চিহ্নিত হয়। মৌলিক চাহিদা পূরণ করে এমন ভোগ্যপণ্যের একটি তালিকার ভিত্তিতে বিবিএস জরিপ করে থাকে। বিশ্বব্যাংকের সংজ্ঞা অনুযায়ী, দিনে ১ দশমিক ৯০ ডলারের কম আয়ের মানুষকে দরিদ্র বলা হয়। 

বিবিএসের প্রতিবেদন বলছে, অতিদরিদ্র্যের দিক থেকেও সবচেয়ে খারাপ অবস্থায় আছে বরিশাল। এ বিভাগের ১১ দশমিক ৮ শতাংশ মানুষ অতিদরিদ্র। অতিদরিদ্রের জাতীয় হার ৫ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ, বরিশালে অতিদারিদ্র্যের হার দেশের গড় দারিদ্র্যের হারের দ্বিগুণেরও বেশি।  গ্রামীণ অতিদারিদ্র্যও সবচেয়ে বেশি বরিশালে। ১৩ দশমিক ১ শতাংশ গ্রামীণ অতিদরিদ্র্য বরিশালে বসবাস করে। এক্ষেত্রে ঢাকা বিভাগের অবস্থা সবচেয়ে ভালো। এ বিভাগে এ ধরনের দারিদ্র্যরে হার ১ দশমিক ৯ শতাংশ। গ্রামীণ অতিদারিদ্রের জাতীয় হার ৬ দশমিক ৫ শতাংশ। 

সার্বিকভাবে বরিশাল বিভাগে গ্রামের ২৮ দশমিক ৪ শতাংশ মানুষ দরিদ্র। জাতীয় পর্যায়ে গ্রামীণ দারিদ্র্যের হার ২০ দশমিক ৫ শতাংশ। গ্রামীণ দারিদ্র্যের দিক থেকে সবেচেয়ে ভালো অবস্থানে আছে খুলনা। এ বিভাগের ১৬ দশমিক ২ শতাংশ এ ধরনের দরিদ্র। নগর দারিদ্র্য এবং নগর অতিদরিদ্রের হিসাবে বরিশাল বিভাগের সামনে রয়েছে রংপুর বিভাগ। রংপুরে নগর দারিদ্র্য ২৯ দশমিক ৯ শতাংশ। বরিশালে এ হার ২৮ দশমিক ৪ শতাংশ। নগর দারিদ্র্যের জাতীয় হার ১৪ দশমিক ৭ শতাংশ।  অন্যদিকে, নগর অতি দারিদ্র্যের দিক থেকেও বিভাগগুলোর অবস্থান প্রায় একই রকম। এ ধরনের দারিদ্র্য সবচেয়ে বেশি রংপুর বিভাগে। সেখানে এ হার ৩০ দশমিক ৫ শতাংশ। আর দ্বিতীয় অবস্থানে থাকা ময়মনসিংহে ১৭ দশমিক ৬ শতাংশ। ১৪ দশমিক ৫ শতাংশ নগর অতিদারিদ্রের হার নিয়ে বরিশালের অবস্থান তৃতীয়। নগর অতিদারিদ্রের জাতীয় হার ১২ দশমিক ৯ শতাংশ।