রহমত নিউজ 17 May, 2023 09:46 PM
সিলেট জামিয়া ক্বাসিমুল উলূম দরগাহে হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির মুহতামিম, শায়খুল হাদিস ও প্রধান মুফতি মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেছেন, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী এদেশে দ্বীনি আন্দোলনে অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্ষীয়ান এই আলেমেদ্বীনের ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মাওলানা গাছবাড়ী দূরদর্শী, চিন্তাশীল একজন বিজ্ঞ ইসলামী চিন্তাবিদ ও আলেমেদ্বীন ছিলেন। এদেশে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার আন্দোলনে তিনি জোরালো ভূমিকা রেখেছেন। তিনি হাদীসের উস্তাদ ছিলেন। দেশ-বিদেশে তার অসংখ ছাত্র ও শুভাকাঙ্খী রয়েছে। তাঁর মতো বিদগ্ধ একজন আলেমকে হারিয়ে আমাদের অপূরনীয় ক্ষতি হয়ে গেলো। আমি মরহুমের রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহর দরবারে দু'আ করছি, আল্লাহ মরহুমের জীবনের সকল ভুলভ্রান্তি ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম করুন, আমীন।
আজ (১৭ মে) বুধবার সন্ধ্যায় সংগঠনের প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর স্বাক্ষরিত এক শোকবার্তায় তিনি এ শোক জানান। এর আগে, আজ (১৭ মে) বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে জামিয়া ক্বাসিমুল উলূম দরগাহে হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির মুহতামিম, শায়খুল হাদিস ও প্রধান মুফতি মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী ইন্তেকাল করেন। আগামীকাল দুপুর ২:৩০ মিনিটে সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বিষয়টি রহমত নিউজকে নিশ্চিত করেন জামিয়া দরগাহের শিক্ষাসচিব ও মুহাদ্দিস মাওলানা আতাউল হক জালালাবাদী।