| |
               

মূল পাতা জাতীয় ৪৮ ঘণ্টা পর চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা শুরু


৪৮ ঘণ্টা পর চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা শুরু


রহমত নিউজ     15 May, 2023     02:58 PM    


অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা অতিক্রম করায় ৪৮ ঘণ্টা পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল শুরু হয়েছে।

সোমবার (১৫ মে) সকাল পৌনে ৭টায় আরব আমিরাতের শারজাহ থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শাহ আমানতে নামে।

বিমানবন্দরের ব্যবস্থাপক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, আন্তর্জাতিক রুটের একটি বিমান পৌনে ৭টায় শাহ আমানতে নেমেছে। এরপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বিমান চলাচল শুরু হয়েছে।

ঘূর্ণিঝড় ‘মোখা’র সতর্কতার প্রেক্ষিতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার ভোর ৬টা থেকে বিমানের উড্ডয়ন বন্ধ করে দেওয়া হয়।

ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত নামার পর রোববার সন্ধ্যার পর থেকে বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়।

মোখার প্রভাবে বন্দরের যাতে ক্ষয়ক্ষতি না হয় সে জন্য চট্টগ্রাম বন্দরে বাথিং থাকা ২১টি মাদার ভেসেলকে (বড় জাহাজ) জেটি থেকে গতকাল শনিবার ভোর ৪টার জোয়ারের সময় বহির্নোঙরে নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়া হয়।