| |
               

মূল পাতা জাতীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সফলভাবে ঘূর্ণিঝড় মোকাবিলা করা গেছে: দুর্যোগ প্রতিমন্ত্রী


প্রধানমন্ত্রীর নেতৃত্বে সফলভাবে ঘূর্ণিঝড় মোকাবিলা করা গেছে: দুর্যোগ প্রতিমন্ত্রী


রহমত নিউজ     15 May, 2023     03:15 PM    


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সফলভাবে ঘূর্ণিঝড় মোকাবেলা করা গেছে।  দুর্গত এলাকার শতভাগ মানুষকে আশ্রয়কেন্দ্রে আনায় কারও প্রাণহানি হয়নি ।

সোমবার (১৫ মে) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় মোখা পরবর্তী ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

দুর্যোগ প্রতিমন্ত্রী আরও বলেন, ঘূর্ণিঝড় মোখার আঘাতে সেন্ট মার্টিন ও টেকনাফের দুই হাজার বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতি হয়েছে ১০ হাজার ঘরবাড়ির। তবে প্রচুর গাছপালা ভেঙে পড়েছে। অন্য কোনো জেলায় মোখার প্রভাব পড়েনি। ফসলেরও ক্ষতি হয়নি। ফসল আগেই কেটে নেওয়া হয়েছিল।

তিনি জানান, সাড়ে সাত লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছিল। স্বেচ্ছাসেবীরা তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ করেছেন। আশ্রয়কেন্দ্রগুলো বাড়িঘর থেকে হাঁটা দূরত্বে হওয়ায় লোকজনকে সরিয়ে নিতে সরকারের কোনো ব্যয় হয়নি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় মোখা মূল আঘাত হেনেছে মিয়ানমারে। এর কেন্দ্রের একটি অংশ বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের ওপর দিয়ে গেছে। তবে সাগর থেকে মাটিতে এসে মোখা অনেকটা দুর্বল হয়ে যায়। এ কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

গতকাল রোববার ঘূর্ণিঝড় আঘাত হানার পর বেলা ২টা ২০ মিনিটে সেন্ট মার্টিনে বাতাসের সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয় ঘণ্টায় ১৪৭ কিলোমিটার। দেশের অন্য উপকূলীয় এলাকায় বাতাসের গতি ছিল এর চেয়ে অনেক কম।