| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন মঙ্গলবার শেষ হচ্ছে আফতাবনগর মাদরাসার ভর্তি কার্যক্রম


মঙ্গলবার শেষ হচ্ছে আফতাবনগর মাদরাসার ভর্তি কার্যক্রম


জামিল আহমদ     30 April, 2023     05:18 PM    


রাজধানী ঢাকার জহুরুল ইসলাম সিটিতে অবস্থিত আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাবনগর মাদরাসায় নতুন ও পুরাতন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ২৯ এপ্রিল শনিবার থেকে শুরু হয়েছে। কোটা থাকা সাপেক্ষে ২ মে মঙ্গলবার পর্যন্ত ভর্তি চলবে। ৩ মে থেকে সবক শুরু হবে।  ভর্তির সময় প্রতিদিন সকাল ৮.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত।

১. ভর্তিচ্ছুক ছাত্র জামিয়ার অফিস কক্ষ হতে ভর্তি ফরম সংগ্রহ করবে।
২. ভর্তি ফরম সংগ্রহ করার পর আবেদনকারী ছাত্র ভর্তি ফরমে নির্দেশিত সকল খালি ঘর স্পষ্ট অক্ষরে নির্ভুলভাবে পূরণ করবে।
৩. তারপর ভর্তি পরীক্ষা ও وضع – قطع যাচাই করার নিমিত্তে পরীক্ষক নির্ধারণের জন্য মুহতামিম সাহেবের নিকট পেশ করবে।
৪. তারপর ফরমে উল্লিখিত পরীক্ষকের নিকট গিয়ে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করবে।
৫. তারপর চূড়ান্ত অনুমোদনের জন্য মুহতামিম সাহেব বরাবর ভর্তি ফরম পেশ করবে এবং দস্তখত সংগ্রহ করবে।
৬. মুহতামিম সাহেবের দস্তখত লাভের পর আবেদনকারী ছাত্র ভর্তিফরম নিয়ে জামিয়ার অফিস কক্ষে যাবে এবং ভর্তি ফী সহ যাবতীয় খরচাদি পরিশোধ করবে।
৭. ভর্তি ফরমের সাথে নিজের এনআইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধন সার্টিফিকেট সংযুক্ত করবে। সাথে না থাকলে পরে জমা দিলেও চলবে।

ভর্তি ফি ও অন্যান্য খরচ
র্তি ফরম : ১০০/- টাকা ।
সকল বিভাগের ভর্তি ফি ৪,০০০/- টাকা
ছাত্রদের তথ্যবহি ১০০/- টাকা ।
সার্ভিস চার্জ ৫০০ টাকা
মাসিক খাবার খরচ ৩ বেলা: ৩,০০০/- টাকা

ভর্তি ও ইমদাদী নাম্বার
• তাকমীলে ভর্তির জন্য যেকোন বোর্ডের ফজিলতের ফলাফল দেখাতে হবে। যেকোন বোর্ডের ফজিলতে ৪৫ নাম্বার ভর্তি ও ইমদাদী খানার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে।
• ফযিলতে ভর্তির জন্য ৫০ নাম্বার এবং ইমদাদী খানার জন্য ৬০ নাম্বার
• জালালাইন ও শরহে বেকায়ায় ভর্তির জন্য ৬০ এবং ইমদাদী খানার ৬৫ নাম্বার
• ইবতেদায়ী থেকে কাফিয়া পর্যন্ত ভর্তির জন্য ৬৫ এবং ইমদাদী খানার ৭৫ নাম্বার,
• ইফতা ও উলুমুল হাদীসে ভর্তির জন্য মুমতাজ হওয়া শর্ত।
• দাওয়া ওয়াল ইরশাদ বিভাগে ভর্তির জন্য ১ম বিভাগে উত্তির্ণ হওয়া শর্ত।
• ইমদাদী খানার নাম্বার পেলে দরখাস্তের মাধ্যমে খানা জারী করতে হবে।
• খরিদী বা ইমদাদী খানার নাম্বার প্রাপ্ত প্রত্যেক ছাত্রকে মাসিক সার্ভিস চার্জ ৫০০ টকা দিতে হবে।

জামাতভিত্তিক ভর্তিপরীক্ষার জন্য নির্ধারিত কিতাবসমূহ:
১. ইবতেদায়ী-১ : কোরআনুল কারীম, তাজবীদ, বাংলা, অংক ও ইংরেজী ৩য় শ্রেণী।
২. ইবতেদায়ী-২ : কোরআনুল কারীম, তালিমুল ইসলাম ১ম, অংক ও ইংরেজী ৪র্থ শ্রেণী।
৩. মীজান জামাত : ১. উর্দু কি তেসরী কিতাব, এসো আরবী শিখি (১ খন্ড) ২. অংক ও ইংরেজী ৫ম শ্রেণী।
৪. নাহবেমীর জামাত : ১. মীযান ওয়া মুনশাইব ২. এসো আরবী শিখি/বাকুরাতুল আদব।
৫. হেদায়াতুন নাহু জামাত : ১. নাহবেমীর, ২. রওযাতুল আদব।
৬. কাফিয়া জামাত: ১. হেদায়াতুন নাহু, ২. নূরুল ইযাহ / মুখতাসারুল কুদুরী (কিতাবুল বুয়ুর আগ পর্যন্ত)।
৭. শরহে বেকায়া জামাত: ১. কাফিয়া ২. মুখতাসারুল কুদুরী (কিতাবুল বুয়ু থেকে শেষ পর্যন্ত), উসূলুশ শাশী।
৮. জালালাইন জামাত: ১. শরহে বেকায়া ২. নুরুল আনওয়ার।
৯. ফজিলত জামাত: তাফসীরুল জালালাইন ১ম খণ্ড, হেদায়া সানী।
১০. তাকমিল জামাত: মিশকাতুল মাসাবীহ ১ম খণ্ড, হেদায়া ৩ খন্ড।
১১. উলুমুল হাদিস বিভাগ: ১- বুখারী শরীফ ও আনুষঙ্গিক যেকোনো কিতাব ।
১২. ইফতা বিভাগ: ১- হেদায়া কিতাবুল বুয়ূ, ২- নুরুল আনওয়ার (কিতাবুল্লাহ)। আনুষঙ্গিক যেকোনো কিতাব।
১৩. দাওয়া ওয়াল ইরশাদ বিভাগ: ১. বুখারী শরীফ, ২. সুনানে তিরমিযী

হিফজ ও মক্তব বিভাগের ভর্তি কার্যক্রম : নতুন ছাত্রদের ভর্তিপরীক্ষা ও ভর্তি : ৩ মে পর্যন্ত (কোটা থাকার শর্তে)।

যোগাযোগ : নাযেমে তালিমাত : ০১৭৪৩-৮০৮৮৩৯ সহকারী নাযেমে তালিমাত : ০১৯৫৭-৪৫৯৪৮৪ ইফতা বিভাগের মুশরিফ : ০১৬৭৫-৭৫৮৭০ মাদরাসার অফিস : ০১৬৪৪-১২৭৬৬০

যাতায়াত : ঢাকার যেকোন স্থান থেকে রামপুরা ব্রিজ। সেখান থেকে মেরাদিয়া। এরপর সাঁকো পার হয়ে রিকশাযোগে এম ব্লক আফতাবনগর মাদরাসা। অথবা জহুরুল ইসলাম সিটি বা আফতাবনগর গেট থেকে রিকশাযোগে এম ব্লক আফতাবনগর মাদরাসা।