| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন জামি’আ মুহাম্মাদিয়া আরাবিয়ায় ভর্তি চলবে বুধবার পর্যন্ত


জামি’আ মুহাম্মাদিয়া আরাবিয়ায় ভর্তি চলবে বুধবার পর্যন্ত


জামিল আহমদ     30 April, 2023     03:54 PM    


জামি’আ মুহাম্মাদিয়া আরাবিয়া মোহাম্মাদপুর, ঢাকা’র ১৪৪৪-৪৫ হিজরী/২০২২-২৩ ঈসায়ী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম (৮ শাওয়াল) শনিবার শুরু হয়েছে। চলবে ১২ শাওয়াল বুধবার পর্যন্ত।

ভর্তির সময় : ৮ থেকে ১২ শাওয়াল [সকাল ৯ টা থেকে ১২:৩০ এবং দুপুর ২:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত]

ছাত্রদের কিতাব বিতরণ : ১২ শাওয়াল, বুধবার সকাল ৯টা।

ছাত্রদের সিট বন্টন  : ১২ শাওয়াল, বুধবার বাদ মাগরিব।

ইফতিতাহী সবক : ১৩ শাওয়াল, বৃহস্পতিবার সকাল ৯:০০। স্থান : জামি'আর দারে উমর রাযি. এর ৩য় তলা ।

ভর্তিচ্ছুক ছাত্রদের জন্য আবশ্যক
১. জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয় পত্র, দুই কপি রঙ্গিন ছবি
২. রাজনৈতিক/ অরাজনৈতিক সংগঠনেরে সঙ্গে কোন সংশ্লিষ্টতা থাকতে পারবে না।
৩. মাদরাসায় থাকাকালীন মোবাইল ব্যবহার, বহন ও সংরক্ষণ করা সম্পূর্ণ নিষেধ।

যে সমস্ত কিতাবের দাখেলা পরীক্ষা হবে:
তাকমীল             : মিশকাতুল মাসাবীহ, হিদায়া- ৩য় খন্ড
ফযীলত-২            : তাফসীরে জালালাইন, হিদায়া ২য় খন্ড
ফযীলত-১             : নুরুল আনোয়ার (কিতাবুল্লাহ), শরহে বেকায়াহ
ছানুবিয়্যাহ-২        : কাফিয়া এবং কানযুদ দাকাইক/ কুদুরী
ছানুবিয়্যাহ-১         : হেদায়াতুন নাহু ও ইলমুস সীগাহ
মুতাওয়াসসিতাহ-৩  : নাহবেমীর, ইলমুস সরফ ৩-৪, পাঞ্জেগাঞ্জ
মুতাওয়াসসিতাহ-২  : ইলমুস সরফ/মিযান ও আত তারীক ইলাল আরাবিয়্যাহ
মুতাওয়াসসিতাহ-১  : তাইসীরুল মুবতাদী, তা’লীমুল ইসলাম, উর্দু কি তেসরী 
ইবতেদাইয়্যাহ-২     : এসো উর্দূ শিখি, বাংলা, অংক ৪র্থ শ্রেণী
ইবতেদাইয়্যাহ-১      : কেরাত ও বাংলা-অংক (প্রাথমিক) 
হিফয বিভাগ          : হিফজুল কুরআন, কিরাআত
মকতব বিভাগ        : নাযেরা, কিরাআত

ভর্তি ও খানা নাম্বার:
তাকমীল                        : ভর্তি নাম্বার-৫০    খানা নাম্বার-৫০
ফযীলত-২                    : ভর্তি নাম্বার-৫০    খানা নাম্বার-৫০
ফযীলত-১                     : ভর্তি নাম্বার-৫০   খানা নাম্বার-৫০
ছানুবিয়্যাহ-২                : ভর্তি নাম্বার-৫০   খানা নাম্বার-৬০
ছানুবিয়্যাহ-১               : ভর্তি নাম্বার-৫০   খানা নাম্বার-৬০
মুতাওয়াসসিতাহ-৩     : ভর্তি নাম্বার-৫০   খানা নাম্বার-৭০
মুতাওয়াসসিতাহ-২     : ভর্তি নাম্বার-৫০   খানা নাম্বার-৭০
মুতাওয়াসসিতাহ-১     : ভর্তি নাম্বার-৫০   খানা নাম্বার-৭০
ইবতেদাইয়্যাহ-২        : ভর্তি নাম্বার-৫০   খানা নাম্বার-৮০
ইবতেদাইয়্যাহ-১        : ভর্তি নাম্বার-৫০    খানা নাম্বার-৮০
হিফয বিভাগ             : ভর্তি নাম্বার-৫০
মকতব বিভাগ         : ভর্তি নাম্বার-৫০

ভর্তি ফি ও অন্যান্য খরচ:
কিতাব বিভাগ : ভর্তি ফি : ২৫০০/= [পাঠাগার,রিপোর্ট বই, আইডি কার্ড, ইত্তেফাক] মাসিক আবাসিক চার্জ  : ৫০০/= মাসিক অনবাসিক চার্জ  :  ৬০০/=

তিন বেলা খাবার : মক্তব বিভাগ : ২৪০০/- হিফয ও কিতাব বিভাগ : ২৫০০/-