| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন আজ চৌধুরীপাড়া মাদরাসার ভর্তি শুরু, চলবে ৩ দিন


আজ চৌধুরীপাড়া মাদরাসার ভর্তি শুরু, চলবে ৩ দিন


জামিল আহমদ     29 April, 2023     10:11 AM    


শেখ জনুরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসার (৮/ সি, পশ্চিম চৌধুরীপাড়া, ঢাকা) ১৪৪৪/৪৫ হিজরী/২০২৩/২৪ ঈসায়ী শিক্ষাবর্ষে সকল বিভাগের ভর্তি কার্যক্রম আগামী ৮, ৯ ও ১১ শাওয়াল ১৪৪৪ হিজরী মােতাবেক ২৯, ৩০ এপ্রিল ও ২ মে ২০২২ ঈসায়ী, শনি, রবি ও মঙ্গলবার শুরু হবে। 

নতুন ছাত্রদের ভর্তির শর্ত : নতুন ছাত্রদের ভর্তির ক্ষেত্রে নির্ধারিত ২টি কিতাবের লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে। 

ভর্তির সময় : প্রতিদিন সকাল ৮টা থেকে ১২.৩০ মিনিট এবং দুপর আড়াইটা থেকে ৪.৩০ মিনিট পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

ভর্তি ও বাের্ডিং বিষয়ক তথ্যাবলী:

ভর্তি ফরম বিতরণ : মাওলানা হাবীবুল্লাহ, আনােয়ার হুসাইন। স্থান: গেটের পাশের ২নং অফিস।

পরীক্ষক নির্ধারক: মাওলান মুসলিম উদ্দীন, মাওলানা ফখরুল ইসলাম। স্থানঃ দফতরে তালিমাত।

চারিত্রিক রিপাের্ট প্রদান : মুফতী এনায়েত কবীর ও মুফতী তাজুল ইসলাম স্থান : দফতরে তালিমাত।

ভর্তির অনুমােদন : মুহতামিম।

দফতরে ইহতিমাম ভর্তির টাকা জমা : আব্দুল গণি ও মনির হুসাইন স্থানঃ গেটের পাশের ১নং অফিস।

ভর্তি ফি : 
ভর্তি ফরম                                          :    ২০০/- টাকা।
কিতাব বিভাগের ভর্তি ফি বাবদ            : ৫০০০/- টাকা।
হিফয ও মক্তব বিভাগের ভর্তি ফি বাবদ    : ৫০০০/- টাকা।

আবাসিক চার্জ 
মাসিক আবাসিক চার্জ                :  ৩০০/-টাকা

বাের্ডিং খরচ:
মাসিক বাের্ডিং খরচ                     :  ৩০০০/- টাকা।

মক্তব বিভাগের জন্য ডে কেয়ার ব্যবস্থা আছে
৩ বেলা ৩৮০০/- টাকা। ২ বেলা ২৮০০/- টাকা। ১ বেলা ১৮০০/- টাকা।

ডে-কেয়ার মকতব বিভাগ : ভর্তি রেজিস্টার ও হাজিরাখাতার দায়িত্বশীল : মুফতী জুনাঈদ আহমদ, মাস্টার আ, সালাম, মাস্টার আ. মান্নান। স্থান: দফতরে তালিমাত।

ভর্তি সংক্রান্ত জ্ঞাতব্য বিষয় :
পুরাতন ছাত্র : বিগত শিক্ষাবর্ষ ১৪৪২-৪৩ হিজরীর বার্ষিক পরীক্ষায় যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে এবং দারুল ইকামা কর্তৃক অভিযুক্ত নয় তারা ভর্তির উপযুক্ত হিসেবে বিবেচিত হবে।

নতুন ছাত্র : নতুন ছাত্রদের ভর্তির ক্ষেত্রে প্রত্যেক জামাআতের ২টি কিতাবের লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে।

পরীক্ষার স্থান : ২য় তলার কুতুবখানা।

মারহালাভিত্তিক যেসব কিতাবের পরীক্ষা হবে:

ইফতা : হিদায়া (বুয়ু) ও  নূরুল আওয়ার (কিতাবুল্লাহ)। হাতের লেখা (বাংলা ও আরবী)।
তাকমীল (দাওরায়ে হাদীস) : মিশকাত শরীফ ১ম খন্ড, শরহে নখবাতুল ফিকর। হাতের লেখা (বাংলা ও আরবী)।
ফযীলত ২য় বর্ষ : জালালাইন শরীফ ১ম খন্ড, হিদায়া ১ম খন্ড। হাতের লেখা (বাংলা ও আরবী)।
ফযীলত ১ম বর্ষ : নূরুল আওয়ার (কিতাবুল্লাহ) ও শরহে বেকায়া ১ম খন্ড। হাতের লেখা (বাংলা ও আরবী)।
সনাবিয়া উলইয়া :  কাফিয়া ও মুখতাসারুল কুদুরী। হাতের লেখা (বাংলা ও আরবী)।
সনাবিয়া ৪র্থ বর্ষ : হেদায়াতুন নাহব ও নূরুল ইযাহ। হাতের লেখা (বাংলা ও আরবী)।
সনাবিয়া ৩য় বর্ষ : নাহবেমীর ও রওজাতুল আদব। হাতের লেখা (বাংলা ও আরবী)।
সনাবিয়া ২য় বর্ষ : মিযান ও মুনশায়িব ও এসাে আরবী শিখি। হাতের লেখা (বাংলা ও আরবী)।
সনাবিয়া ১ম বর্ষ : তাইসীরুল মুবতাদী ও তা’লীমুল ইসলাম। হাতের লেখা (বাংলা ও উর্দূ)।
ইবতিদায়ী ২য় বর্ষ : বাংলা, অংক ও ইংরেজি (৪র্থ শ্রেণি) আরবী। হাতের লেখা (বাংলা ও উর্দ...
ইবতিদায়ী ২য় বর্ষ : বাংলা, অংক ও ইংরেজি (৩য় শ্রেণি) আরবী। হাতের লেখা (বাংলা ও উর্দূ)।
হিফয : মৌখিক।