| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন ‘আজ বারিধারা জামিয়ার ফরম বিতরণ শুরু, চলবে ৩ দিন’


‘আজ বারিধারা জামিয়ার ফরম বিতরণ শুরু, চলবে ৩ দিন’


জামিল আহমদ     27 April, 2023     11:07 AM    


জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকার ১৪৪৪/৪৫ হিজরী শিক্ষাবর্ষের সকল বিভাগে ভর্তিচ্ছু সকল নতুন ছাত্রদের ভর্তির কার্যক্রম নিম্নলিখিত নিয়মানুসারে যথারীতি চলবে-

নতুন ছাত্রদের ভর্তির জ্ঞাতব্য বিষয়সমূহ
ফরম বিতরণ
: ০৬, ০৮ ও ০৯ শাওয়াল, ১৪৪৪ হি. (২৭, ২৯ ও ৩০ এপ্রিল, ২০২৩ইং) বৃহস্পতিবার, শনিবার ও রবিবার জোহর পর্যন্ত।
ভর্তি পরীক্ষা : লিখিত পরীক্ষাঃ ইফতা, আদব, নযীলত হয়, সানাবিয়া উলইয়া, মুতাওয়াসসিতাহ ৪র্থ ও মুতাওয়াসসিতাহ ২য় জানাতে ভর্তিচ্ছুদের লিখিত পরীক্ষা ০৯ শাওয়াল / ৩০ এপ্রিল, ২০২৩ইং রবিবার বাদ জোহর নেওয়া হবে।

জামাতভিত্তিক লিখিত পরীক্ষার বিষয়সমূহ:
* ইফতা                : তিরমিযী ১ম ও হিদায়া ৩য়।
* আদব                 : মুকাদ্দামায়ে মুসলিম, লুগাতুল আরাবিয়া
* ফযীত ২য়            : জালালাইন ১ম ও হিদায়া ১ম
* সানাবিয়্যাহ উলইয়া        : কাফিয়া ও উসূলুশ শাশী
* মুতাওয়াসসিতাহ ৪র্থ        : হেদায়েতুন নাহ ও ইলনুস সীগাহ
* মুতাওয়াসসিতাহ ২য়        : মিযান মুনশাইব ও এসো আরবী শিখি / বাকুরাতুল আদব

পরীক্ষার নিয়মাবলী ও জ্ঞাতব্য:
ক. উক্ত জামাতসমূহে ভর্তিচ্ছুদের ভর্তি ফরম ৯ শাওয়াল রবিবার জোহরের পূর্বে সংগ্রহ করতে হবে।
খ. ভর্তি ফরম ও উত্তরপত্রে নিজের একটি করে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।
গ. পরীক্ষা শেষে ভর্তি ফরম ও উত্তরপত্র একত্রে পিনআপ করে জমা দিতে হবে।
ঘ. লিখিত পরীক্ষায় নোট দুইটি প্রশ্ন হবে। উভয় প্রশ্নের উত্তর দিতে হবে। সময় দুই ঘণ্টা।
ঙ. পরীক্ষার পরদিন ১০ শাওয়াল সোমবার ফলাফল দেওয়া হবে। ভর্তিযোগ্য নম্বরপ্রাপ্ত ছাত্ররা মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ভর্তির জন্য নির্বাচিত হবে।

মৌখিক পরীক্ষা : উক্ত জানাতগুলো ছাড়া অন্যান্য জানাতসমূহের নৌখিক পরীক্ষা হবে। ফরম বিতরণের ৩ দিন মৌখিক পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে।

তাকমীল, ফযীলত মুতাওয়াসসিতাহ ৩য় ও মুতা-১ জামাতে ভর্তিচ্ছু ছাত্রদের ভর্তির জন্য ৪৬ তম কেন্দ্রীয় বেফাক পরীক্ষায় প্রাপ্ত নম্বরপত্র অবশ্যই প্রদর্শন করতে হবে। অতঃপর নৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ভর্তির জন্য নির্বাচিত হবে।

জামাতভিত্তিক ভর্তিযোগ্য নম্বর ও ভর্তির আসন:
ক. ভর্তিযোগ্য নম্বর : ইতা ৮০, আদব ৭০, তাকমীল ৬৫, ফযীলত ২য় ও ১ম ৭০, সানাবিয়্যাহ উলইয়া - ৭৫. মুতাওয়াসসিতাহ ৪র্থ থেকে ইবতিদাইয়্যাহ ৮০।
খ. প্রত্যেক জামাতে ভর্তির আসন : ইফতা- ৩৫ জন, আদর- ২৫ জন, তাকীল- ১৫০ জন, ফযীলত ২য় - ১২০ জন, ফযীলত ১ম ১০০, সানাবিয়্যাহ উলইয়া ৬০ জন, মুতাওয়াসসিতাহ ৪র্থ ৬০ জন, মুতাওয়াসসিতাহ ৩য় ৬০ জন,  মুতাওয়াসসিতাহ ২য় ৬০ জন, মুতাওয়াসসিতাহ ১ন - ৮০ জন, ইবতেদাইয়্যাহ ১৫০ জন, হিফজুল কুরআন ২৫০ জন, মক্তব ৩৫০ জন।

ভর্তির সময় : প্রতিদিন সকাল ০৯ টা থেকে দুপুর ১টা এবং বিকাল ২.৩০ মিনিট থেকে আসর পর্যন্ত।

ভর্তি ফি ও আনুষঙ্গিক খরচ:
ক. কিতাব বিভাগ

ফরম                :  ২০০/-
ভর্তি ফি            : ২০০০/-
কুতুবখানা            :  ২০০/-
পাঠাগার             : ১০০/-
ইউটিলিটি বিল (মে)     : ৫০০/-
সর্বমোট             : ৩০০০/- (তিন হাজার) টাকা।

খ. হিফজ ও মক্তব বিভাগ
ফরম                :  ২০০/-
ভর্তি ফি            : ২৫০০/-
কুতুবখানা            : ২০০/-
পাঠাগার            : ১০০/-
ইউটিলিটি বিল (মে)     : ১২০০/-
সর্বমোট             : ৪২০০/- (চার হাজার দুইশত) টাকা।

৭. খানা জারী ও তদসংশ্লিষ্ট জ্ঞাতব্য:
ক. সকল বিভাগে ভর্তির সময় প্রথম মাসের (মে) দুই বেলা (দুপুর ও রাত) খানা জারীর জন্য ২০০০/- (দুই হাজার) টাকা প্রদান করতে হবে। পরবর্তী মাস থেকে খানা ক্রয় করে যেতে অপারগ / অসচ্ছলদের জন্য ভিন্ন ফরম দেওয়া হবে। ফরম পূরণের পর অভিভাবকের সাথে যোগাযোগের মাধ্যমে অবস্থা যাচাই করতঃ খানা ক্রয়ের জন্য নাদরাসার গোরাবা ফান্ড থেকে মাসিক পূর্ণ ২০০০/- (দুই হাজার) টাকা অথবা আংশিক সহযোগিতা করা হবে।
খ. সকল বিভাগে খাবার দুই বেলা (দুপুর ও রাত) ২০০০/- (দুই হাজার) টাকা। সকালের নাস্তা বোর্ডিং থেকে জারী করতে চাইলে সকল বিভাগে পৃথক ৭০০/- (সাতশত) টাকা প্রদান করতে হবে।

ভর্তি, খানা ও কিতাবের ফরম বিতরণ: ১. মাওলানা মাহফুজুর রহমান ২. হাফেজ আবুল বাশার৩. হাফেজ মাওলানা কেফায়েতুলাহ 

ভর্তি ও খানার টাকা জমার কাউন্টার: ১. রফিকুল হক ও কারী শফীকুল ইসলাম ২. হাফেজ মাওলানা আতাউল্লাহ ও হাফেজ মাওলানা শিব্বীর আহমদ,  ৩. কারী মহিউদ্দীন ও মাস্টার সেকান্দার আলী * জিম্মাদার মাওলানা আবু হানিফ

ভর্তিফরমের সাথে জন্মনিবন্ধন সনদ অথবা ভোটার আইডি কার্ড (যদি থাকে) এর ফটোকপি অবশ্যই জমা দিতে হবে। 
সকল ছাত্রের ফরমে ছবি সংযুক্ত করে তালীমাত থেকে সত্যায়ন করে নিতে হবে।
জামিয়ার ছাত্র থাকাকালীন মোবাইল ফোন রাখা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কোনো ছাত্রের নিকট মোবাইল পাওয়া গেলে বহিষ্কার হয়ে যাবে।

কিতাব উত্তোলন
কাফিয়া থেকে ইফতা পর্যন্ত জামাতের ছাত্রদের কিতাব জানিয়ার কুতুবখানা হতে আগামী ১১ ও ১২ শাওয়াল মঙ্গলবার ও বুধবার সকাল ৯ টা থেকে বিতরণ করা হবে। জামিয়ার পক্ষ থেকে কিতাব পাওয়ার জন্য নির্ধারিত ফরম পুরণ করতঃ মুহতামিমে জানিয়া থেকে মঞ্জুরী নিতে হবে। ফরম মূল্য - ৫০/-

আবাসন ফি : ইউটিলিটি বিল বাবত কিতাব বিভাগে প্রত্যেক ছাত্রকে মাসিক ৫০০/- (পাঁচশত টাকা), মক্তব ও হিফজ বিভাগে মাসিক ১২০০/- (এক হাজার দুইশত টাকা) পরিশোধ করতে হবে।

দরসের ইফতেতাহ : আগামী ১৩ শাওয়াল, ৪ মে, ২০২৩ইং বৃহস্পতিবার সকাল ১০ টায়।