| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন রবিবার জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার ভর্তি শুরু


রবিবার জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার ভর্তি শুরু


জামিল আহমদ     26 April, 2023     10:18 PM    


শায়খ আরকান আলী রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত, হযরত শায়খে রেঙ্গা রাহমাতুল্লাহি আলাইহি স্মৃতি বিজড়িত শতবর্ষী দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা সিলেটের ১৪৪৪-৪৫ হিজরী শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

ভর্তি বিষয়ক তথ্যাবলি
জামেয়া খোলা :
৮ শাওয়াল ১৪৪৪ হিজরী, ২৯ এপ্রিল ২০২৩, শনিবার। 
ভর্তি শুরু : ৯ শাওয়াল ৪৪ হিজরী, ৩০ এপ্রিল ২০২৩, রবিবার।

ভর্তি শেষ : (পুরাতন ছাত্র) ১৩ শাওয়াল ৪৪ হিজরী মুতাবিক ৪ মে ২৩ ঈসায়ী, বৃহস্পতিবার।  (নতুন ছাত্র) ১৭ শাওয়াল ৪৪ হিজরী মুতাবিক ৮ মে ২৩ ঈসায়ী, রোজ সোমবার। তবে; হিফয বিভাগের নির্ধারিত কৌটা পূর্ণ হয়ে গেলে বর্ণিত তারিখের পূর্বেই ভর্তি বন্ধ হয়ে যাবে।

সবক শুরু : ১৯ শাওয়াল ৪৪ হিজরী, ১০ মে ২৩, বুধবার।

ভর্তির নিয়মাবলী
পুরাতন ছাত্রদের ক্ষেত্রে :
বিগত বার্ষিক বা মারকাযী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বিগত বছর ৭৫% উপস্থিতি থাকতে হবে।

নতুন ছাত্রদের ক্ষেত্রে : 
ক. বিগত সর্বশেষ মারকাযী পরীক্ষার সনদ/নম্বরপত্র বা মাদরাসা কর্তৃপক্ষের সীল-দস্তখতসহ প্রত্যয়নপত্র উপস্থাপন করতে হবে। অতঃপর যাচাইপূর্বক যাদের সনদ/নম্বরপত্র বা প্রত্যয়নপত্র সঠিক প্রমাণিত হবে তারা শুধুমাত্র মৌখিক পরীক্ষা দিয়ে ভর্তির সুযোগ লাভ করবে। 

খ. নতুন ছাত্রদের উপস্থাপিত সনদ/নম্বরপত্রে বা প্রত্যয়নপত্রে উত্তীর্ণ বিভাগ নূন্যতম ২য় বিভাগ হতে হবে, তবে দাওরা হাদীসে ভর্তিচ্ছুকদের বেলায় নূন্যতম পাস হতে হবে; আর হিফয বিভাগে ভর্তিচ্ছুকদের ক্ষেত্রে কুরআন শরীফে নূন্যতম ৬০ নম্বর প্রাপ্ত হতে হবে।

বিশেষ দ্রষ্টব্য : নতুন-পুরাতন সকল ভর্তিচ্ছুক ছাত্রকে ভর্তি ফরমের সাথে জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি যুক্ত করে দিতে হবে; নতুবা তার ভর্তিকার্যক্রম সম্পন্ন হবে না।

সার্বিক যোগাযোগ : ০১৭১৬-৯৭১২৭৭, ০১৭১৫-৩৯৬৬৮৫