| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন বেফাক পরিক্ষায় জামিয়া নূরিয়ার ঈর্ষণীয় সাফল্য


বেফাক পরিক্ষায় জামিয়া নূরিয়ার ঈর্ষণীয় সাফল্য


এ বি সিদ্দিক     15 April, 2023     09:57 PM    


কওমী মাদরাসাভিত্তিক সবচেয়ে বৃহৎ শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের গড় পাসের হার ৭৬.০৯%। মুমতায (স্টার মার্ক) ৩৮,৯২২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৪৩,৪১১ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৪৯,০৫১ জন। মাকবুল (৩য় বিভাগ) ৭৫,০৬৬ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,০৬,৪৫০ জন। পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ওয়েব সাইটে (www.wifaqedu.com) পাওয়া যাবে।

আজ (১৫ এপ্রিল) রবিবার দুপুর ২ টায় রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেসস্থ বেফাক মিলনায়তনে (নতুন ভবন) ফলাফল ঘোষণা করেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক।  এ সময় উপস্থিত ছিলেন বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী, মুফতী ফয়জুল্লাহ, মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মুফতী নেয়ামতুল্লাহ ফরিদী, মনিটরিং কমিটির মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা নূর আহমদ কাসেমসহ ঢাকার প্রসিদ্ধ মাদরাসাসমূহের মুহতামিম ও বেফাকের গুরুত্বপূর্ণ সদস্য, কর্মকর্তা এবং অন্যান্য বিভাগীয় দায়িত্বশীলগ।

বেফাকের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষায় এ বছর  সারাদেশের ৫০৬টি পুরুষ, ৯৫২টি মহিলা, ৩৪৯টি হিফয ও ২৩টি ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত কেন্দ্রে মোট ৬টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ২,৭১,৩০৬ জন। এতে দরসিয়াত পুরুষ পরীক্ষার্থী ৮৫,৪৯৩ জন, মহিলা পরীক্ষার্থী ১,৫৪,৭৭৫ জন, হিফযুল কুরআন পুরুষ পরীক্ষার্থী ২৮,৮০১ জন, মহিলা পরীক্ষার্থী ৯৪৪ জন ও ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত পরীক্ষার্থী ১২৯৩ জন।

এবার ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে যুগশ্রেষ্ঠ বুযুর্গ হাফেজ্জী হুজুর রহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া নুরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর। অন্যান্য বছরের ন্যায় এবারও বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ড বেফাক পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি।

মাদরাসার বিভিন্ন জামাতের ১৭জন শিক্ষার্থী বোর্ডস্ট্যান্ডসহ শতভাগ পাশ করেছে। মোট ছাত্রের ৪০ জন মুমতায, ৪০জন জায়্যিদ জিদ্দান ও ২৯জন জায়্যিদে উত্তীর্ণ হয়েছে। রাসিবের সংখ্যা শূন্যের কৌটায়। শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যে জামিয়া নুরিয়ার সকল উস্তাদবৃন্দ মহান আল্লাহ তায়ালার শোকর ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।