| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন বেফাকের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ দুপুরে


বেফাকের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ দুপুরে


রহমত নিউজ     15 April, 2023     08:38 AM    


কওমি মাদরাসাভিত্তিক সবচেয়ে বৃহৎ শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল দুপুরে প্রকাশিত হবে।

আজ (১৫ এপ্রিল) রবিবার দুপুর ২ টায় রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেসস্থ বেফাক মিলনায়তনে (নতুন ভবন) এ ফলাফল ঘোষণা করা হবে। এ সময় বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী, মুফতী মনসূরুল হক, মুফতী ফয়জুল্লাহ, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভীসহ বিভিন্ন মাদরাসাসমূহের মুহতামিম ও বেফাকের গুরুত্বপূর্ণ সদস্য, কর্মকর্তা এবং অন্যান্য বিভাগীয় দায়িত্বশীলগণ উপস্থিত থাকবেন।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বেফাকের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়। এতে অংশ নেয় মাদরাসার বালক ও বালিকা শাখার ছয় স্তরের শিক্ষার্থীরা। এই পরীক্ষায় অংশ গ্রহণ করছে দেশের ১২,৮৬০ টি পুরুষ ও মহিলা মাদরাসা। ছাত্র-ছাত্রী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২,৮২,৯২৬ জন। চলতি বছরে বিগত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা ৪৯,৭১০ জন বেশি।