| |
               

মূল পাতা জাতীয় ঈদযাত্রায় ভোগান্তি কমাতে রেলের বহরে থাকবে স্পেশাল ট্রেন


ঈদযাত্রায় ভোগান্তি কমাতে রেলের বহরে থাকবে স্পেশাল ট্রেন


রহমত নিউজ     03 April, 2023     10:56 AM    


ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ে পূর্বাঞ্চলে যাত্রী পরিবহনে যুক্ত হচ্ছে অতিরিক্ত ৯০টি কোচ এবং নতুন নতুন ইঞ্জিন। ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে স্পেশাল ট্রেনও যোগ হবে রেল বহরে। এবার অনলাইনে শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্তে ভোগান্তি কমবে বলেও আশা প্রকাশ করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন।  

ঈদে ট্রেনে যাত্রীর চাপ সামলাতে প্রতিবছরই যোগ হয় বাড়তি বগি।

ঈদের আগে এই বাড়তি বগির যোগান দিতে চট্টগ্রামের পাহাড়তলীতে রেল কারখানায় কাজ চলছে দিন রাত। আর এ কারণে ঈদের আগে বাড়তি পরিশ্রম করতে হয় এখানকার কর্মীদের। লোকবল সংকটেও ৯০টি বগি তৈরি করা হচ্ছে নতুন রূপে।

পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন জানান, ঈদযাত্রায় স্বস্তি ফেরানোর কার্যক্রম চলছে পুরোদমে। এবার অনলাইনে শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্তে ভোগান্তি কমবে।  

তবে ট্রেনের টিকিট নিয়ে যেন নয় ছয় না হয় সেদিকে নজর রাখার দাবি জানান যাত্রীরা।

ঈদযাত্রায় আগাম টিকিট বিক্রি শুরু হবে ৭ এপ্রিল। এ দিন দেওয়া হবে ১৭ এপ্রিলের টিকিট।