| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ‘সরকারের যথেচ্ছা ভুল সিদ্ধান্তে গণদুর্ভোগ চরম থেকে চরমে উঠেছে’


‘সরকারের যথেচ্ছা ভুল সিদ্ধান্তে গণদুর্ভোগ চরম থেকে চরমে উঠেছে’


রহমত নিউজ ডেস্ক     06 March, 2023     09:21 PM    


সরকারের নির্বাহী আদেশে আরও এক দফা গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ এর দামবৃদ্ধিতে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, মানুষের অসহনীয় জীবন-জীবিকাকে পাত্তা না দিয়ে সরকারের যথেচ্ছা ভুল সিদ্ধান্তে গণদুর্ভোগ চরম থেকে চরমে উঠেছে। আদানির বিদ্যুৎ আমদানি চুক্তি বিবেকবান দেশপ্রেমিক মানুষকে হতবাক করেছে। এটি একইসাথে বিবেকবিবর্জিত ও দেশের স্বার্থবিরোধী। তাই এ চুক্তি বাতিল করতে হবে। ভারতের আদানি পাওয়ার গ্রুপের সাথে করা বিদ্যুৎ আমদানি চুক্তি বাতিলের দাবি জানান তিনি।

আজ (৬ মার্চ) সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ইউনুছ আহমাদ বলেন, বিদ্যুৎ আমদানির নামে দেশের সম্পদ লুট করার এই চুক্তিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয় সরকারের প্রতি তোষণনীতি হিসেবে অভিহিত করেছেন দেশী-বিদেশী বিশেষজ্ঞরা। দেশে দুর্নীতি, দুঃশাসন, অর্থপাচার ও সীমাহীন লুটপাটে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এ চুক্তি মূলত আদানির পকেট ভরার চুক্তি, একপেশে ও অত্যন্ত ব্যয়বহুল। কয়লা খনি, পরিবহনের জাহাজ, বন্দর, রেললাইন ও বিদ্যুৎকেন্দ্র সবই আদানির মালিকানায়। প্রতিটি ধাপে খরচ হিসাব করবে তারা। তাই এখানে বাড়তি খরচের সুযোগ রয়ে গেছে। ভারতকে খুশি করতে সরকার আদানির সাথে বাড়তি টাকায় চুক্তি করে তা জনগণের উপর চাপিয়ে দিয়ে জনগণকে শোষণ করছে। কাজেই আদানির সাথে সকল চুক্তি বাতিল চায় দেশপ্রেমিক জনগণ।