| |
               

মূল পাতা সারাদেশ মহানগর তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে খালে পড়ে গেল ৪০ হাজার লিটার ডিজেল


তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে খালে পড়ে গেল ৪০ হাজার লিটার ডিজেল


মফস্বল ডেস্ক     16 February, 2023     10:26 AM    


চট্টগ্রামের হালিশহর এলাকায় রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) একটি তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে প্রায় ৪০ হাজার লিটার ডিজেল খালে পড়ে গেছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ট্রেনটি চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবস্থতি একটি তেল কোম্পানির ডিপো থেকে তেল লোড করে ইয়ার্ডে আসছিল। ইয়ার্ডে ঢোকার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিজিপিওয়াই চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন বলেন, তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। একটি ওয়াগনে থাকা পুরো তেল পড়ে গেছে। আরো দু’টির প্রায় অর্ধেক তেল পড়েছে। আনুমানিক ৪০ হাজার লিটার তেল ড্রেন দিয়ে খালে চলে গেছে।

সিজিপিওয়াই এর মাস্টার আবদুল মালেক বলেন, সোজা লাইনে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। ড্রেন হয়ে ইয়ার্ডের পাশে থাকা একটি খালে গিয়ে তেল পড়েছে। আমরা তেল উদ্ধারে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছি।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম চট্টগ্রাম