| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন মাত্র ৯ মাসে কুরআন হিফজ করলেন দুই কিশোরী


মাত্র ৯ মাসে কুরআন হিফজ করলেন দুই কিশোরী


রহমত নিউজ ডেস্ক     02 February, 2023     09:20 PM    


রাজবাড়ীর পাংশা উপজেলায় মাত্র ৯ মাসেই পবিত্র কোরআন হেফজ করে নজির স্থাপন করেছেন ফাতেমা খাতুন (১৩) ও সুমাইয়া খাতুন(১৩) নামের দুই শিক্ষার্থী।

তারা উপজেলার মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামের আল-কারীম তাহফিজুল কুরআন মহিলা মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। ফাতেমা খাতুন জীবননালা গ্রামের মুহাম্মদ মিরাজ মন্ডলের মেয়ে। সুমাইয়া খাতুন একই ইউনিয়নের রুপিয়াট গ্রামের আইয়ুব মন্ডলের মেয়ে।

আল কারীম তাহফিজুল কুরআন মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মুহাম্মাদ শেখ মহিউদ্দিন মানিক জানান, হিফজ শুরু করার পরেই আমরা ফাতেমা ও সুমাইয়ার মধ্যে অন্য রকম প্রতিভা খেয়াল করি। নূরানি ও নাজেরা শাখায় পড়াশোনা শেষ করতে সময় লাগে প্রায় তিন বছর। সেখানে তাদের সময় লেগেছে মাত্র ৯ মাস। ফাতেমা ও সুমাইয়ার প্রবল ইচ্ছা, প্রতিষ্ঠানের শিক্ষিকাদের প্রচেষ্টা ও পরিবারের সহযোগিতায় আল্লাহর অশেষ রহমতে তারা এই বিশেষ কাজটি করতে পেরেছে। আমি তাদের সার্বিক উন্নতি কামনা করছি।