| |
               

মূল পাতা সারাদেশ জুতার ভেতরে ছিল ১ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ


জুতার ভেতরে ছিল ১ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ


মফস্বল ডেস্ক     19 January, 2023     02:05 PM    


চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে ২০টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭০ লাখ টাকা। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৮ জানুয়ারি) সীতাকুণ্ড বাসস্ট্যান্ডের সামনে থেকে তাদের আটক করা হয়। তবে স্বর্ণের বারগুলো বিশেষ কায়দায় জুতার ভেতর লুকিয়ে রেখেছিল আসামিরা।

আটককৃতরা হলেন, বসু পাল (৩৫) ও রতন পাল (৬০)।

জানা যায়, সীতাকুণ্ড বাসস্ট্যান্ডে সামনে আটক দুজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে ডিউটিরত অফিসার এসআই পাপেল রায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে তাদের দেহ তল্লাশি করলে জুতার ভেতর বিশেষ কায়দায় রাখা ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ২৩৩২ দশমিক ১১ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭০ লাখ টাকা।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, সীতাকুণ্ড বাসস্ট্যান্ডের শ্যামলী কাউন্টারের সামনে থেকে ২০টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম চট্টগ্রাম সীতাকুন্ড