| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬


ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬


আন্তর্জাতিক ডেস্ক     18 January, 2023     05:02 PM    


হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৬ জন নিহত হয়েছেন। এতে স্বরাষ্ট্র উপমন্ত্রীও প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। বুধবার (১৮ জানুয়ারি) ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশের শহর ব্রোভারিতে এ দুর্ঘটনা ঘটে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের।

সংবাদমাধ্যমটি জানায়, ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্তার্সকি ও স্বরাষ্ট্র উপমন্ত্রীসহ   ১৬ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ওই হেলিকপ্টারটিতে ইউক্রেনের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন।

বার্তা সংস্থা ডয়চে ভেলে জানায়, বিধ্বস্ত হওয়া এলাকায় শিশুদের একটি স্কুল আছে। নিহতদের মধ্যে দুইজন শিশুও রয়েছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

ইউক্রেনের পুলিশ জানায়, ‘১৮ জানুয়ারি সকালে জরুরি পরিষেবা সংস্থার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রী এবং স্টেট সেক্রেটারি নিহত হয়েছেন। সব মিলিয়ে ১৬ জন নিহত হয়েছেন। যার মধ্যে দু’জন শিশু রয়েছে। আহতদের মধ্যে ১০ শিশুসহ ২২ জন হাসপাতালে আছেন।’

কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা টেলিগ্রামে বলেছেন, ‘ব্রোভারিতে শিশুদের একটি স্কুল এবং আবাসিক ভবনের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় স্কুলটিতে শিশু ও কর্মকর্তারা ছিলেন। তবে পরবর্তীতে তাদের সবাইকে সরিয়ে নিয়ে আসা হয়েছে।’