| |
               

মূল পাতা সারাদেশ জেলা তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত ৭ খসড়া অযৌক্তিক


তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত ৭ খসড়া অযৌক্তিক


রহমত ডেস্ক     02 August, 2022     07:14 PM    


তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে মোট সাতটি খসড়া অযৌক্তিক দাবি করে সংবাদ সম্মেলন করেছে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা। আজ (২ আগস্ট) মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  সংবাদ সম্মেলনে জেলার ক্ষুদ্র ও কুটির শিল্পে সম্পৃক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি কামরুজ্জামান কাঞ্চন।

লিখিত বক্তব্যে কামরুজ্জামান কাঞ্চন বলেন, সম্প্রতি ক্ষুদ্র ব্যবসায়ীদের লাইসেন্সকরণ, ধূমপান এলাকা ব্যবস্থা বিলুপ্তিকরণ, খুচরা শলাকা নিষিদ্ধকরণ, পাবলিক প্লেসের সংজ্ঞায় চায়ের দোকান অন্তুর্ভুক্তিকরণ, বিক্রয়স্থলে তামাকজাত পণ্য প্রদর্শন নিষিদ্ধকরণ, ফেরি করে তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধকরণ এবং সার্বিকভাবে জরিমানার পরিমাণ মাত্রাতিরিক্ত বৃদ্ধিকরণসহ মোট সাতটি খসড়া তৈরি করেছে সরকার। যা ব্যবসায়ীদের জন্য হুমকিস্বরূপ। এই খসড়া প্রণয়ন করা হলে ১৫ লাখ প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ী ও খুচরা বিক্রেতা বেকার হবে। অবৈধ পণ্যে বাজার সয়লাব হবে এবং সরকার রাজস্ব হারাবে। এ অবস্থায় প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বাঁচাতে নতুন এ আইন প্রণয়ন না করার দাবি জানান তিনি।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: খুলনা চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা সদর