খাগড়াছড়ি প্রতিনিধি 02 July, 2022 09:58 AM
খাগড়াছড়ি জেলা সদরে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস এবং আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব আল্লামা আবদুল হালিম বোখারী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১জুলাই) বাদে এশা খাগড়াছড়ি জেলা সদরের কারিমিয়া মাদ্রাসায় এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।
জেলা সেক্রেটারি মাওলানা নুরুল কবির আরমানের সঞ্চালনায় ও সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আহনাফ ইসলামিক রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদী।
সভার শুরুতে মাটিরাঙ্গা নতুন পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হান্নান জুলফিকারের কুরআন তেলাওয়াতের পর আল্লামা আব্দুল হালিম বুখারী বুখারী জীবনের বিভিন্ন দিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন খাগড়াছড়ি কালেক্টর জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, খাগড়াছড়ি মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা তৈয়ব,খাগড়াছড়ি জেলা সদরের পূর্ব ইসলামপুর দারুল উলুম মাদ্রাসা পরিচালক মাওলানা মুফতি মাকসুদুল করিম, মাটিরাঙ্গা দারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা আকতার হোসেন, দীঘিনালা কবাখালী মাদ্রাসার মুহতামিম মুহতামিম মাওলানা বাহার উল্লাহ,খাগড়াছড়ি রোড ডিভিশন মসজিদের ইমাম মাওলানা রেজাউল করিম মিছবাহ,পানছড়ি থানা মসজিদের খতিব মাওলানা হেলাল, খাগড়াছড়ি মোহাম্মদ পুর জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন,ইসলামী আন্দোলন জেলা শাখার সেক্রেটারী মাওলানা কাউছার আজিজী,জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ,জেলা মুজাহিদ কমিটির সদর মাওলানা সানাউল্লাহ, সবুজবাগ জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আলী প্রমূখ।
সভায় বক্তাগণ বলেন, আল্লামা আব্দুল হালিম বুখারী (রহ.) দ্বীনি শিক্ষার প্রচার প্রসারে আমৃত্যু অবদান রেখে গেছেন। যা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। যেকোন জটিল বিষয় সহজে তিনি উপস্থাপন করতে পারতেন। জাতির ক্রান্তিলগ্নে তাকে হারিয়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।
শেষে আল্লামা আবদুল হালিম বোখারী রহ. এর রুহের আত্মার মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম কামনা করে আলোচনা সভা শেষ হয়।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম খাগড়াছড়ি খাগড়াছড়ি সদর