| |
               

মূল পাতা রাজনীতি হতাহতদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান খেলাফত মজলিসের


সীতাকুন্ডের কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড

হতাহতদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান খেলাফত মজলিসের


রহমত ডেস্ক     05 June, 2022     02:15 PM    


চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে এ পর্যন্ত অন্তত ২১ জন নিহত ও চার শতাধিক দগ্ধ ও আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

আজ (৫ জুন) রবিবার দুপুরে সহ-প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু স্বাক্ষরিত প্রদত্ত এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় এ আহবান জানান।

বিস্ফোরণে নিহতদের রূহের মাগফিরাত কামনা করে এবং আহতদের জরুরী সুচিকিৎসার দাবী করে নেতৃদ্বয় বলেন, সবাইকে সীতাকুন্ডের কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকা-ের ঘটনায় হতাহতদের পাশে দাঁড়াতে হবে। অগ্নিদগ্ধ ও আহতদের জরুরী ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। বিস্ফোরণে হতাহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। দূর্ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে, একইসাথে এ ধরণের ভয়াবহ দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করতে হবে। নেতৃদ্বয় এ ধরণের ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে বাঁচতে মহান আল্লাহর সাহায্য কামনা করেন।