| |
               

মূল পাতা রাজনীতি একটি পক্ষ শিক্ষাঙ্গনে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে : শিক্ষামন্ত্রী


ফাইল ছবি

একটি পক্ষ শিক্ষাঙ্গনে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে : শিক্ষামন্ত্রী


রহমত ডেস্ক     29 May, 2022     04:13 PM    


একটি পক্ষ শিক্ষাঙ্গনে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, 'বাংলাদেশের মানুষ শান্তি চায়। শেখ হাসিনার নেতৃত্বে দেশ শান্তিতে এগিয়ে চলছে বলে এ দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এটা বিরোধীদল মেনে নিতে পারছে না। তাই তারা একেরপর এক নানা অরাজকতা সৃষ্টি করছে।'

রোববার (২৯ মে) সকাল ১১টায় চাঁদপুরের বাবুরহাট উচ্চবিদ্যালয় এবং কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি পক্ষ প্রভাব ফেলার চেষ্টা করছে। যারা শিক্ষাঙ্গনকে বিশৃঙ্খল করতে চায়, যারা শিক্ষাঙ্গনে এক ধরনের অরাজকতা সৃষ্টি করে জাতীয় রাজনীতিতে অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে চায়। আমি মনে করি তাদের এ ধরনের অভিপ্রায়ের কোনোটিই বাস্তবায়িত হবে না। 

তিনি বলেন, 'যারা অতীতে এ দেশে দুঃশাসন চালিয়েছে, নির্বাচনকে সামনে রেখে সেই অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করে তারা তাদের অন্যায় কিছু সুবিধা আদায়ের চেষ্টা করছে হয়তো। তাদের সেই অপচেষ্টা নিশ্চয়ই সফল হবে না।'

শিক্ষামন্ত্রী বলেন, 'তারা সবসময় তাদের অপরাজনীতি দিয়ে শিক্ষাঙ্গনকে উশৃঙ্খল-বিশৃঙ্খল করতে, রক্তাক্ত করতে, অতীতে যেভাবে অপচেষ্টা চালিয়েছে এখনো সেই অপচেষ্টা চালাচ্ছে। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ, আমাদের সচেতন ছাত্রসমাজ সেটিকে প্রতিহত করবে।'