| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন বসুন্ধরা মাদরাসায় ভর্তি শুরু আগামী বুধবার


বসুন্ধরা মাদরাসায় ভর্তি শুরু আগামী বুধবার


এবি সিদ্দীক     09 May, 2022     12:09 PM    


ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকার ১৪৪৩-৪৪ হিজরী/২০২২-২৩ ঈসায়ী শিক্ষাবর্ষের ভর্তি সংক্রান্ত জরুরী তথ্যাবলী প্রকাশ করা হয়েছে। আগামী বুধবার (১১ মে/৯ শাওয়াল) শুরু হবে মাদরাসার ভর্তি কার্যক্রম। এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির সিনিয়র মুহাদ্দিস মুফতী রফিকুল ইসলাম মাদানী। তিনি ভর্তিচ্ছুক সকল শিক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত হয়ে ভর্তির কাজ সম্পন্ন করার আহবান জানিয়েছেন।

ভর্তি পরিক্ষা সংক্রান্ত সম্ভাব্য তথ্য:
ইফতা, উলুমুল হাদিস,তাফসির বিভাগের জন্য।
মৌখিক পরিক্ষা :
১। সিহাহ সিত্তার যে কোন কিতাব (বেশিরভাগ বুখারী ও তিরমিযী) থেকে হাদীসের ইবারত ও তরজমা পরিক্ষা নেওয়া হয়। 
২।উসূলে হাদীস (নুখ বাতুল ফিকার বা মুস্তালাহুল হাদীস থেকে হাদীসের এস্তালাহাত উলূমে হাদীস শিক্ষার্থীদের ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য ) 
৩। ফিক্বাহ (হেদায়া ৩য় খন্ড থেকে ইবারত ও তরজমা)
৪।  উসূলে ফিকাহ(যে কোন কিতাব বা নূরুল আনওয়ার থেকে) 
৫। নাহু সরফ
৬। উর্দু ইবারত 
লিখিত পরীক্ষা :
১। সিহাহ সিত্তা যে কোন কিতাব থেকে একটা হাদিসের তাশকিল,তাশরিহ, তরজমা, তাহকিক, প্রসিদ্ধ ইখতেলাফ সহ হাদিসের এস্তেলাহও থাকতে পারে। 
২।ফিক্বাহ "হেদায়া" ৩য় বা ৪র্থ খন্ড থেকে ইবারত, তাশকিল, তরজমা, ইখতেলাফ,দলীলে আকলি-নকলি,তাশরিহ।(ফিকাহের এস্তেলেহাও থাকতে পারে)। 
৩। যেকোনো বিষয়ভিত্তিক নির্ধারিত একটি মাকালাহ যা ২০ বা ২৫ লাইন লিখতে হবে আরবি- উর্দু-বাংলা তিন ভাষায়।

ইলমুল কেরাত তাজবীদ বিভাগের জন্য:
-  মৌখিক পরীক্ষা -
১- পবিত্র কোরআন শরীফ থেকে তিলাওয়াত।
২- তাজবীদ ও কেরাত সংক্রান্ত যে কোন উর্দু কিতাব থেকে ইবারত ও তরজমা।

দাওরায়ে হাদীস (তাকমিল) বিভাগের জন্য:
- মৌখিক পরীক্ষা -
১- হেদায়া ৩য় বা ৪র্থ খন্ড থেকে ইবারত ও তরজমা।
২- আরবী সাহিত্যের যেকোন কিতাব থেকে ইবারত নাহু-ছরফ।

ফজিলত (মেশকাত) জামাতের জন্য:
- মৌখিক পরিক্ষা - 
১- হেদায়া ১ম বা ২য় খন্ড থেকে ইবারত
২- মাকামাতে হারিরি বা আরবী যেকোন কিতাব থেকে নাহু-ছরফ।

বি:দ্র:- মৌখিক ও লিখিত পরিক্ষার ক্ষেত্রে ইদারা কর্তৃপক্ষ উপরোক্ত সাবজেক্ট সমূহের মধ্যে পরিবর্তন আনতে পারে। তবে বিগত বছরে উক্ত সাবজেক্ট সমূহ পরিক্ষা হয়েছে। 

যাতায়াত: বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ঢাকা বসুন্ধরা গেট / যমুনা ফিউচার পার্ক শপিং মলের সামনে নেমে বসুন্ধরা ইউনিফর্ম বিশিষ্ট যেকোন রিক্সা ওয়ালাকে বড় মসজিদের কথা বললে আপনার গন্তব্যস্থল বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে নিয়ে যাবে।