| |
               

মূল পাতা জাতীয় ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে ইসলামী অর্থব্যবস্থার বিকল্প নেই: চরমোনাই পীর


ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে ইসলামী অর্থব্যবস্থার বিকল্প নেই: চরমোনাই পীর


রহমত ডেস্ক     29 April, 2022     08:53 AM    


ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, প্রচলিত অর্থব্যবস্থা ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে ব্যর্থ হয়েছে। ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে ইসলামী অর্থব্যবস্থার বিকল্প নেই। 

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

চরমোনাই বলেন, প্রচলিত অর্থ ব্যবস্থা ধনীদের আরো ধনী এবং গরিবদের আরো গরিবে পরিণত করে। কেননা সুদ দেয় গরিবরা, সুদ নেয় ধনীরা। অপরদিকে ইসলামী অর্থব্যবস্থায় যাকাত দেয় ধনীরা, যাকাত নেয় গরিবরা। এতে করে ভারসাম্যপূর্ণ অবস্থা সৃষ্টি হয়। এজন্য প্রচলিত সুদী অর্থব্যবস্থা প্রবর্তণ করে যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে।

তিনি বলেন, ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত না থাকায় এক শ্রেণির মানুষ অতি উচ্চাভিলাষী জীবন যাপন করে অপরদিকে এ শ্রেণির মানুষ বস্তি ও ঝুঁপড়িতে বসবাস করে। কতিপয় মানুষ বিদেশে টাকা পাচার করে দেশকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকলে এমনটি হয়তো কেউ করতে সাহস পাবে না।