| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আল-আকসায় ইহুদিদের তাণ্ডব


আল-আকসায় ইহুদিদের তাণ্ডব


মুসলিম বিশ্ব ডেস্ক     21 April, 2022     07:17 AM    


ফিলিস্তিনের জেরুসালেম শহরের আল-আকসা মসজিদে জোর করে প্রবেশ করে তাণ্ডব চালিয়েছেন ১১ শ’র বেশি ইসরাইলি ইহুদি। বুধবার (২০ এপ্রিল) মুসলমানদের এই পবিত্র মসজিদে ব্যাপক বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি করে ইহুদিরা।

জেরুসালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে, ১১৮০ জন ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদে তাণ্ডব চালান। তারা আল-আকসা মসজিদে তিন ঘণ্টা অবস্থান করেন। 

জেরুসালেমের এ ইসলামিক ওয়াকফ বিভাগই মূলত আল-আকসা মসজিদের দেখভাল করে থাকে। এ ইসলামিক ওয়াকফ বিভাগ মূলত জর্ডান সরকার পরিচালিত। 

আল-আকসা মসজিদে ইহুদিদের তাণ্ডবের বিষয়ে প্রত্যক্ষদর্শী ফিলিস্তিনিরা বলেন, ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারীরা যখন আল-আকসা মসজিদে জোর করে প্রবেশ করছিল, তখন মুসল্লিদের মসজিদ থেকে ইসরাইলি পুলিশ সদস্যরা তাড়িয়ে দেয়। 

উল্লেখ্য, আরব-ইসরাইল যুদ্ধের পরে তেল আবিব জেরুসালেম দখল করে নেয়। এরপর থেকে সেখানে বসতি স্থাপন করছে। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় জেরুসালেম দখল করার বিষয়টিকে কখনোই স্বীকৃতি দেয়নি।

সূত্র, ইয়েনি শাফাক।