| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইউক্রেন ইস্যুতে এরদোগানের সঙ্গে কথা বললেন পুতিন


ইউক্রেন ইস্যুতে এরদোগানের সঙ্গে কথা বললেন পুতিন


আন্তর্জাতিক ডেস্ক     29 March, 2022     12:50 PM    


ইউক্রেন ইস্যুতে এবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সঙ্গে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার ফোনে কথা হয় দুই নেতার। 

এ সময় ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য পুতিনের প্রতি আহ্বান জানান এরদোগান। ইউক্রেনের মানবিক পরিস্থিতি নিয়েও নিজের উদ্বেগের কথা জানান তুর্কি প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।  

এর আগে গত ১৭ মার্চ এরদোগানকে ফোন করেন পুতিন। এ সময় তিনি ইউক্রেনের সঙ্গে তার দেশের সম্ভাব্য একটি শান্তি চুক্তির জন্য রাশিয়ার সুনির্দিষ্ট দাবিগুলো তুলে ধরেন। অন্যদিকে ফোনালাপে পুতিনকে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বান জানান এরদোগান। এ ধরনের আলোচনার জন্য দুই নেতাকে আতিথ্য দিতে তুরস্কের আগ্রহের কথাও জানান তিনি।