| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তানের সরকারি অফিসে কালিমা খচিত পতাকা উত্তোলনের নির্দেশ


আফগানিস্তানের সরকারি অফিসে কালিমা খচিত পতাকা উত্তোলনের নির্দেশ


মুসলিম বিশ্ব ডেস্ক     21 March, 2022     08:21 PM    


আফগানিস্তানের সব সরকারি দপ্তরে সাদা রঙের কালিমা খচিত পতাকা উত্তোলনের নির্দেশনা জারি করেছে দেশটির বর্তমান ক্ষমতাসীন তালেবান-সরকার।

ইমারাতে ইসলামিয়া আফগনিস্তানের এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আফগানিস্তানের ৩ রঙ্গের পতাকার জায়গায় ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পতাকা উত্তোলন করতে হবে।

প্রসঙ্গত, আফগানিস্তানের তালেবান সরকার ক্ষমতা গ্রহণের ছয় মাস পর এই নির্দেশনা দেয়া হলো।

এর আগে আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন তালেবান সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল,ইসলামী শরীয়ায় হারাম হওয়ায় টিভি অনুষ্ঠানগুলোতে মিউজিক এর পরিবর্তে মিউজিক ছাড়া তারানা ব্যবহার করতে হবে। এবং টিভি উপস্থাপকদের পশ্চিমা পোশাকের পরিবর্তে আফগান পোশাক পরিধান করতে হবে।

উল্লেখ্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে ২০০১ সালে আফগানিস্তানে হামলা শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর তালেবান সরকারের পতন ঘটে। কিন্তু দীর্ঘ ২০ বছর পর সেই তালেবানের কাছেই দেশের নিয়ন্ত্রণ ছেড়ে পালিয়ে যায় মার্কিন বাহিনী। এটাকে মার্কিন ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক পরাজয় হিসেবে গণ্য করা হচ্ছে। এরপর গত বছরের ১৫ আগস্ট মার্কিন-সমর্থিত আশরাফ গনি সরকারকে হটিয়ে রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নিয়ে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে তালেবান।

সূত্র: ডেইলি জং।